২৫ মার্চ’৭১ এ নারকীয় গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি চাই: উপাচার্য ড. সৌমিত্র শেখর

Mar 25, 2023 - 23:52
Mar 26, 2023 - 17:54
 0  204
২৫ মার্চ’৭১ এ নারকীয় গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি চাই: উপাচার্য ড. সৌমিত্র শেখর

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি: “১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানীরা যে গণহত্যা করেছিল সে কাজটি ইতিহাসের জঘন্যতম কাজ। জঘন্যতম, নারকীয় এই গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি এখনো আমরা পাইনি। আমরা দৃঢ়তার সাথে বলতে চাই, এই গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি দিতে হবে। একই সঙ্গে এই গণহত্যার জন্য পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে। এটা সময়ের দাবি।” জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর এসব কথা বলেছেন।   

আজ (২৫ মার্চ, ২০২৩) শনিবার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আয়োজিত গণহত্যা দিবসের কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।

উপাচার্য ড. সৌমিত্র শেখর বলেন, ‘অপারেশন সার্চ লাইট’ কি সুন্দর একটা নাম। অথচ এই সুন্দর নামের আড়ালে ইতিহাসের জঘন্যতম কাজ পাকিস্তানিরা করেছিল। তারা অপারেশন সার্চ লাইট নাম দিয়ে নিরীহ বাঙালিদের গুলি করে হত্যা করেছিল হাজার হাজার মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি হলে, রাজারবাগ পুলিশ লাইন, পিলখানায়  ঘুমন্ত মানুষের উপর তারা নির্বিচারে গুলি করে শত শত বাঙালিকে হত্যা করা শুরু করে দেয়। একাত্তরের ২৫ মার্চের রাত ইতিহাসে কাল্ রাত হিসেবে চিহ্নিত।

এর আগে গণহত্যা দিবসের কর্মসূচির অংশ হিসেবে রাত ১০ টা ৩১ মিনিটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ১ মিনিটের ব্লাক আউট করা হয়। এরপর ক্যাম্পাস প্রাঙ্গণে বঙ্গবন্ধুর ভাস্কর্য ও ‘চির উন্নত মম শির’ প্রাঙ্গণে প্রদীপ প্রজ্জ্বলন করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow