‘হামলাকারী ও হামলার শিকার উভয়েই সন্ত্রাসী গ্রুপ’ -রমজান

Jul 24, 2023 - 04:09
Jul 24, 2023 - 04:10
 0  55
‘হামলাকারী ও হামলার শিকার উভয়েই সন্ত্রাসী গ্রুপ’ -রমজান

নাটোর প্রতিবেদক: নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান বলেছেন, 'আমি জেলা আওয়ামী লীগের সেক্রেটারি, আমি কোনো গ্রুপ করি না। আওয়ামী লীগের সব লোকই আমার। যারা হামলাকারী এবং যারা হামলার শিকার হয়েছে উভয়ই সন্ত্রাসী গ্রুপ। আমরা চাই সঠিক তদন্ত করে এসব সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।' রোববার রাতে নাটোর জেলা আওয়ামী লীগের বিবাদমান গ্রুপিং এর ব্যাপারে জানতে চাইলে গণমাধ্যমকর্মীদের তিনি এসব কথা বলেন। 

গ্রুপিংয়ের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, 'কিছুদিন আগে জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক নানু শেখকে কুপিয়ে গুরুতর জখম করছে সন্ত্রাসীরা। সেই মামলায় মিঠুন অভিযুক্ত আসামি। ওই মামলায় যদি পুলিশ আসামিদের আইনের আওতায় আনতো তাহলে আজকের এমন ঘটনা হয়তো ঘটতো না।'

এ ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর নির্লিপ্ততাকে দায়ী করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান।

অপরদিকে মিঠুন আলীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করে জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাশিরুর রহমান খান চৌধুরী (এহিয়া) বলেন, ‘জেলা আওয়ামী লীগের কাউন্সিলের পর নাটোরে যে অরাজকতা সৃষ্টি হয়েছে তার কোনরকম সমাধান জেলা আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের নেতারা করছেন না বলেই আজকে মিঠুনের হাত কাটা পড়েছে। এই অন্তঃদ্বন্দ্বের কারণে আমাদের নিজেদের ছেলেরাই একে অপরের উপর হামলা করছে, আহত হচ্ছে।’ তিনি বলেন, ‘যুবলীগের মধ্যে কোন অন্তঃকলহ নাই, কিন্তু আওয়ামী লীগের অন্তঃকলহই আজকে যুবলীগের ওপর বর্তাচ্ছে। আমরা যদি এই কলহ থেকে বের হয়ে না আসতে পারি তাহলে জামাত-বিএনপিকে আমরা কিভাবে প্রতিহত করবো এটাই এখন বড় দুঃশ্চিন্তা।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow