হানিফ আলী শেখ স্মরণে -

Aug 12, 2023 - 08:06
Aug 12, 2023 - 08:06
 0  257
হানিফ আলী শেখ স্মরণে -

সোহানুর রহমান পাঠান

খুবই কি দরকার ছিলো নাটোর আওয়ামী লীগকে এতিম করে এত দ্রুত চলে যাওয়ার?? এতটাই কেনো উদারতা দেখিয়েছিলেন, যার জন্য এখনো টিনশেডের ঘরে আপনার পরিবারের অভাব অনটনে বসবাস?? মূল কান্ডারী হয়েও মালির ন্যায় নাটোরের আওয়ামী লীগকে পুষ্পিত বাগানের মত সৌন্দর্য্য দান করলেন কিন্তু নিজের বাড়ির বাগানটি ঘাসে ঘাসে পরিপূর্ণ হলো -খেয়াল রাখলেন না! সন্তানেরা পড়াশোনা করলো রাজনীতির আশেপাশে ভিড়ালেন না, পরিবারতন্ত্র কায়েম না করার প্রত্যয়ে! স্নেহের সহোদরদেরকেও ক্ষমতার কেন্দ্র থেকে দূরে রাখলেন, যেন মানুষের মত মানুষ হয়। সত্যি আজ যদি দেখতেন আপনার স্নেহের সহোদর এড.এম. মালেক শেখ আপনার মত সততা নিয়েই রাজনীতির মাঠে দাপিয়ে বেড়াচ্ছেন, গর্বিত হতেন। আপনি যে একজন ট্যালেন্ট রাজনীতিবিদ ছিলেন -অকপটে স্বীকার করি কারণ অর্থ বৈভবের পিছনে না ছুটে ভালোবাসার পিছনে ছুটেছিলেন আপনি। তাই আজও লাখো মানুষ আপনার অবদানকে কৃতজ্ঞচিত্তে স্মরণ করে। 

বিনম্র শ্রদ্ধা হে জননন্দিত নেতা এ্যাড: হানিফ আলী শেখ। আমৃত্যু সফল সাধারণ সম্পাদক, নাটোর জেলা আওয়ামী লীগ। মহান আল্লাহ আপনাকে আপনাকে জান্নাতুল ফেরদৌস দান করুন, আমিন।

লেখকের তথ্য- facebook.com/shohanur.rahman.549 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow