স্মৃতিময় হানিফ আলী শেখ ও বাস্তবতা -এম এ মিলন

Aug 12, 2023 - 21:52
Aug 12, 2023 - 21:53
 0  260
স্মৃতিময় হানিফ আলী শেখ ও বাস্তবতা  -এম এ মিলন

এম এ মিলন

‘নয়ন তোমারে পায় না দেখিতে
রয়েছ নয়নে নয়নে
হৃদয় তোমারে পায় না জানিতে
হৃদয়ে রয়েছ গোপনে…’ 

আজ শোকাবহ ১২ আগস্ট নাটোর বাসীর জন্য একটি স্মরণীয় দিন..........! 
নাটোরের অবিসংবাদিত নেতার মাঝে তিনিও একজন, আওয়ামী লীগের দুঃসময়ের কান্ডারী, নাটোর জেলা আওয়ামী লীগের সিংহ পুরুষ শেখ পরিবার থেকে বেড়ে ওঠা,ছাতনী গ্রাম থেকে উঠে আসা একজন এড_হানিফ আলী_শেখ নাটোর জেলা আওয়ামী লীগের একটি ইতিহাস ও একটি ব্র্যান্ড। একজন এডভোকেট, কবি, সাহিত্যিক, দার্শনিক, সাংবাদিক, নাট্যকার, সমাজ সেবক ও বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক আদর্শবান রাজনৈতিক ব্যক্তিত্বের অধিকারী বহুগুণে গুণান্বিত, বারবার নির্বাচিত আমৃত্যু সফল সাধারণ সম্পাদক নাটোর জেলা আওয়ামী লীগ, সেই জননন্দিত নেতা একজন এড হানিফ আলী শেখ এর কথা বলছি তাকে নিয়ে লেখার মত দুঃসাহস আমি রাখিনা। তারপরও উনাকে নিয়ে আমি কিছু স্মৃতিকথা লিখতে চাই। 

তৎকালীন নাটোরের আওয়ামী রাজনীতির অভিভাবক ও গুরু ছিলেন বাবু শংকর গোবিন্দ চৌধুরী, তারই হাত ধরে নাটোরে আওয়ামী রাজনীতিতে একজন সফল সংগঠক হিসেবে নিজেকে প্রমাণ করতে সক্ষম হয়েছে তারই শিষ্য একজন  এড হানিফ আলী শেখ তৎকালীন সময়ে বাবু শংকর গোবিন্দ চৌধুরীর পরে নাটোরের আওয়ামী রাজনীতির দুঃসময়ের কান্ডারী হিসেবে হাল ধরেছিলেন একজন  এড হানিফ আলী শেখ। নাটোরের আপামর জনসাধারণ এবং তত্কালীন ও বর্তমান আওয়ামী রাজনৈতিক নেতারা জানেন এবং চিনেন  এড হানিফ আলী শেখ কে ছিলেন। কি ছিল তার অবদান নাটোরের তত্কালীন আওয়ামী রাজনীতিতে এগুলো নতুন করে বলার আর কিছুই নেই, শুধু এটুকুই বলতে চাই একজন  এড হানিফ আলী শেখ নাটোরের আওয়ামী রাজনীতিতে তার জীবনের সবটুকু উৎসর্গ করেছেন, আওয়ামী রাজনীতিতে তিনি কতটুকু দিয়েছেন আর রাজনীতির মাঠে থেকে কতটুকু নিয়েছেন সেটা নাটোরের আপামর জনসাধারণ  ভালো জানেন। তিনি ছিলেন গরিবের নেতা। তিনি ছিলেন তৎকালীন দুঃসময়ের  সাহসী নেতা।

তার নিজের বলতে কিছু ছিল না এখনও তেমন কিছুই নেই তার রেখে যাওয়া টিনশেডের একটি বাড়ি যেই জননন্দিত নেতা বারবার নির্বাচিত জেলা আওয়ামী লীগের আমৃত্য সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। কিন্তু কি করেছেন তার ব্যক্তি জীবনে বা পারিবারিক জীবনে.! রাজনীতি থেকে কি গচ্ছিত রেখেছেন তার পরিবারের জন্য, অঢেল টাকাপয়সা, ধন-সম্পত্তি বাড়ি গাড়ি, এসব কিছুই করেন নাই তিনি, কিছুই নেননি রাজনীতি থেকে। শুধুমাত্র দিয়ে গেছেন রাজনীতিতে। সেই জননন্দিত নেতাকে আমরা আজকে ভুলে গিয়েছি ভুলে গেছে নাটোরবাসী ভুলে গিয়েছে নাটোরের আওয়ামী রাজনীতির অতীত, ভুলে গিয়েছে ১৯৯৬ থেকে ২০১১ সালের আওয়ামী রাজনীতির ইতিহাস। শিষ্য ভুলে গিয়েছে তার গুরু-কে..! অথচ যার ছায়া তলে থেকে, যার আশীর্বাদ ও পদধূলি মাথায় নিয়ে আপনি/আপনারা অঢেল ক্ষমতার দাম্ভিকতা নিয়ে আজকে নাটোরের  মাটিতে আওয়ামী লীগের মঞ্চে দাঁড়িয়ে গলা ফাটিয়ে নিজেকে জাহির করছেন, এবং নাটোরের রাজপথ চষে বেড়াচ্ছেন। কিন্তু দুঃখের বিষয় হলো মঞ্চে দাঁড়িয়ে সেই জননন্দিত নেতার নাম স্মরণ করতে ভুলে যান, এবং রীতিমতো সেই জননন্দিত নেতাকে ও তার আদর্শকে অস্বীকার করেন নাটোরের আওয়ামী রাজনীতিতে...! দুঃখ হয় কষ্ট হয়। কতটা অকৃতজ্ঞ হলে মানুষ এটা করতে পারে আমার বোধগম্য নয়।
 
বাংলায় একটা প্রবাদ আছে, "বেশি বাড়লে ঝড়ে ভাঙে"। যারা গুরু ও তার আদর্শকে অস্বীকার করবে তাদের ধ্বংস অনিবার্য। সুতরাং মনে রাখা উচিত ক্ষমতা এবং চেয়ার কোনটাই চিরস্থায়ী নয়। নাটোরের আওয়ামী রাজনীতি থেকে কি পেয়েছে শেখ পরিবার? কিছুই পায়নি, কিছু পাওয়ার আশাও করেননি কোনদিন, তবে তিনি নাটোর বাসীর কাছে রেখে গেছেন তার আদর্শ তার ব্যক্তিত্ব তার রাজনৈতিক শিষ্টাচার, দিয়ে গেছেন পারিবারিক শিক্ষা, দিয়েছেন প্রাতিষ্ঠানিক শিক্ষা, সেই জননন্দিত নেতার আদর্শে গরে ওঠা তারই যোগ্য উত্তরসূরি ছোট ভাই এড এম মালেক শেখ যিনি বর্তমান নাটোর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নাটোর জেলা আইনজীবী সমিতির বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের পাশাপাশি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাটোর নলডাঙ্গার এই অবহেলিত জনগোষ্ঠীর কাছে  জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা সরকারের দৃশ্যমান ও চলমান ধারাবাহিক উন্নয়নের চিত্র তুলে ধরে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে পুনরায় জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা কে প্রধানমন্ত্রী হিসেবে অধিষ্ঠিত করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

তাই নাটোর বাসির কাছে শেখ পরিবারের চাওয়া পাওয়া শুধু এতটুকুই বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত একজন শিক্ষিত মেধাবী তরুণ প্রজন্মের উদীয়মান সূর্য, তৃণমূলের আস্থার প্রতীক, সঠিক নেতৃত্বের অধিকারী, আগামীর স্মার্ট নাটোর গড়ার স্বপ্নদ্রষ্টা নাটোর বাসীর স্মার্ট লিডার  এড এম মালেক শেখ কে মরহুম জননেতা এড হানিফ আলী শেখের আদর্শে গড়ে ওঠা যোগ্য উত্তরসূরি হিসেবে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর ২ (সদর-নলডাঙ্গা) সংসদীয় আসনে সংসদ সদস্য পদে সমর্থন দিয়ে পাশে থেকে আগামীর স্মার্ট নাটোর গড়ার প্রত্যয়ে নাটোরের সাধারণ জনগণের সেবা করার সুযোগ করে দিন। তবেই নাটোর বাসী মরহুম জননেতা এড হানিফ আলী শেখের ঋণের কাছে দায় মুক্ত হবে এবং প্রিয় নেতার আত্মা শান্তি পাবে।

পরিশেষে বলতে চাই আজকে  মরহুম এড হানিফ আলী শেখ এর ১২তম মৃত্যুবার্ষিকীতে  সকলের কাছে দোয়া  কামনা করছি আল্লাহ পাক যেন হানিফ কাকুকে জান্নাতুল ফেরদৌস দান করেন আমিন। আমার লেখায় যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।

এম এ মিলন ( facebook.com/nexus.akash )
১২-০৮-২০২৩

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow