সেনা কর্মকর্তা হত্যার বিচার দাবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক, নাটোর: কক্সবাজারের চকোরিয়ায় অস্ত্রধারী সন্ত্রাসীদের হাতে সেনা অফিসারের হত্যার বিচার এবং পাহাড়ের নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষার দাবিতে নাটোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা সাড়ে এগারোটায় নাটোর প্রেসক্লাবের সামনে নাটোরের শিক্ষার্থী ও সর্বস্তরের জনসাধারণের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষার্থী শেখ রিফাত, ইফতেখার শাওন, মাহমুদ চৌধুরী, নুসরাত বহ্নি, পিয়াস মাহমুদ প্রমুখ। এসময় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীসহ অন্যান্য শ্রেণীপেশার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। কক্সবাজারের চকরিয়ায় নিহত সেনা অফিসারের হত্যার সাথে জড়িতদের বিচারের আওতায় নিয়ে এসে, পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তা নিশ্চিত করে দেশের সার্বভৌমত্ব রক্ষার দাবি জানান মানববন্ধনে অংশ নেয়া বক্তারা।
What's Your Reaction?