শ্রীমঙ্গলে দরিদ্র ও প্রতিবন্ধীদের পাশে সাবেক ছাত্রলীগ নেতা সুমেল

Apr 19, 2023 - 18:14
Apr 20, 2023 - 01:14
 0  175
শ্রীমঙ্গলে দরিদ্র ও প্রতিবন্ধীদের পাশে সাবেক ছাত্রলীগ নেতা সুমেল

রূপক দত্ত চৌধুরী, মৌলভীবাজার : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় পবিত্র ঈদ-উল- ফিতর উপলক্ষে অসহায় ও  প্রতিবন্ধী  মানুষকে নগদ অর্থ বিতরণ লন্ডন প্রবাসী উপজেলা ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা মো. মাহবুব সুমেল।

১৯শে এপ্রিল (বুধবার) দুপুরে পবিত্র ঈদ-উল- ফিতর উপলক্ষে শহরের চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক হতদরিদ্র ও প্রতিবন্ধীদের মাঝে লন্ডন প্রবাসী শ্রীমঙ্গল উপজেলার সাবেক ছাত্রলীগ নেতা আবুল ফয়সল মোঃ মাহবুব সুমেল এর ব্যাক্তিগত উদ্যোগে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করেন।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক এ এফ এম এম হিমেল, শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাজু দেব রিটন, ছাত্রলীগ কর্মী মোঃ শরীফ উদ্দিন জীবন, নেওয়াজ রেদওয়ান, মোঃ ইমরান হোসেন, অংকন দাশ সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দরা।


ছাত্রনেতা আবুল ফয়সল মোঃ মাহবুব সুমেল জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সাড়া দিয়ে প্রতি বছরের ন্যায় আমি ব্যক্তিগত উদ্যোগে আজ শতাধিক দুস্থ অসহায় পরিবারকে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ দেওয়া হয়েছে ।

তিনি আরোও বলপন, আমি ছোট বেলা থেকেই দেখে আসছি আমাদের পরিবার সাধারণ মানুষের কল্যাণে সবসময় পাশে থেকেছেন। গরীব অসহায় মানুষকে নানাভাবে সহযোগিতা করেছেন। সে থেকে আমিও আমাদের পরিবারের সাথে থেকে সাধারণ মানুষের পাশে থেকেছি। সমাজের হতদরিদ্র ও প্রতিবন্ধীদের জন্য সবসময় আমার সামর্থ অনুযায়ী কিছু করার ইচ্ছা সবসময়। তাই আজ পবিত্র ঈদ উপলক্ষে তাদের সহযোগিতায় নগদ অর্থ বিতরণ করেছি। তিনি আরও বলেন ভবিষ্যতে গরিব দুঃখীদের নিয়ে আরো বড় কিছু করার ইচ্ছা আছে। আমি গরিব-দুঃখী মেহনতি মানুষের পাশে সর্বদা ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো। আজকের এ আয়োজনে আমার সহকর্মীরা সক্রিয় ছিলেন, সবাইকে আমি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow