লালপুরে সংঘবদ্ধ ইমো হ্যাকিং চক্রের ৪ সক্রিয় সদস্য গ্রেফতার

Mar 12, 2023 - 12:33
 0  165
লালপুরে সংঘবদ্ধ ইমো হ্যাকিং চক্রের ৪ সক্রিয় সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: প্রবাসীর “ইমো আইডি” হ্যাক করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে নাটোর জেলার লালপুর হতে সংঘবদ্ধ ইমো হ্যাকিং চক্রের পলাতক ৪ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার (১১ মার্চ, ২০২৩) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে র‌্যা-৫ এর নাটোর ক্যাম্প।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিপিসি-২, নাটোর ক্যাম্প, র‌্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে সাড়ে আটটা পর্যন্ত তথ্য- প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর জেলার লালপুর উপজেলার বীরোপাড়া ও বিলমারীয়া গ্রামে কোম্পানী অধিনায়ক, অতিঃ পুলিশ সুপার, মোঃ ফরহাদ হোসেন ও কোম্পানী উপ-অধিনায়ক, সহকারী পুলিশ সুপার, মোঃ রফিকুল ইসলাম দ্বয়ের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন। এসময় তারা মোবাইল ফোনে ইন্টারনেট সংযোগ ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে “ইমো” হ্যাক করে বিকাশের মাধ্যমে প্রতারণা পূর্বক অর্থ হাতিয়ে নেওয়ায় বীরোপাড়ার এলাকার আতাউর রহমানের ছেলে আরিফ হোসেন(২৪), একই গ্রামের মোজদার সরদারের ছেলে বিজয় সরদার(২২), বাকনাই গ্রামের শহিদুল ইসলামের ছেলে মোহন আলী(২৩) এবং একই গ্রামের শরিফুল ইসলামের ছেলে আল আমিন আহমেদ(২০) কে গ্রেফতার করে। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৯টি মোবাইল ফোন সেট এবং প্রতারণার কাজে ব্যবহৃত ১৭টি সিমকার্ড জব্দ করা হয়।

র‌্যাব তাদের প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করেছে যে, ”গ্রেফতাকৃত ৪ জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ ইলেকট্রনিক ডিভাইস ও ইন্টারনেট সংযোগ ব্যবহার করে প্রবাসীসহ দেশের বিভিন্ন প্রান্তের “ইমো” ব্যবহারকারীদের ইমো হ্যাক করে এবং পরবর্তীতে ভিকটিমের পরিচিত জনদের নিকট হতে প্রতারণাপূর্বক মোবাইল ফিন্যান্সিং সার্ভিস (বিকাশ) এর মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়।’
 
পরবর্তীতে আসামীদের নাটোর জেলার লালপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow