লালপুরে বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা শোনানো ও পুরস্কার বিতরণ

Sep 3, 2023 - 17:34
Sep 3, 2023 - 21:35
 0  5
লালপুরে বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা শোনানো ও পুরস্কার বিতরণ

নিজস্ব সংবাদদাতা, লালপুর(নাটোর) : নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণের লক্ষ্যে শিক্ষার্থীদেরকে বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন বীরত্বগাথা শোনানো ও পুরস্কার বিতরণ করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক ইতিহাস এবং মুক্তিযোদ্ধাদের বক্তব্যর প্রশ্ন উত্তরের বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। 

আজ রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠান হয়। 

এ সময় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব ড. মোঃ নুরুল আমিন, উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানা, উপজেলা চেয়ারম্যান ইসাহাক আলী, বীর মুক্তিযোদ্ধা অমর আলী বাদশা, বীর মুক্তিযোদ্ধা নাইমুদ্দিন, বীর মুক্তিযোদ্ধা শামসুল হক প্রমুখ। 

এছাড়া স্থানীয় সংবাদকর্মীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow