লালপুরে তেল চুরির সময় লোকমাস্টারসহ হাতেনাতে আটক-২

Aug 7, 2023 - 15:13
Aug 7, 2023 - 15:15
 0  9
লালপুরে তেল চুরির সময় লোকমাস্টারসহ হাতেনাতে আটক-২

নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরের রেলের তেল চুরির সময় ট্রেনের লোকমাস্টারসহ হাতেনাতে ২জনকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) গোয়েন্দা শাখার সদস্যরা। রবিবার রাতে গোপালপুরের আজিমনগর রেলওয়ে স্টেশনে কমিউটার এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কার থেকে তেল চুরির সময় এই দুই জনকে আটক করা হয়।এসময় তাদের কাছ থেকে ৪৫ লিটার তেল জব্দ করা হয়। 


আটক দুইজন হলো,উপজেলার বিরোপাড়া গ্রামের মৃত আকিম উদ্দিনের ছেলে রোকনুজ্জামান(৩৬) ও বগুড়া জেলার আদমদিঘী উপজেলার ছাকনি গ্রামের মৃত তাহের সরদারের ছেলে হেলাল হোসেন (৩৬। রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) গোয়েন্দা শাখা রাজশাহীর ইনচার্জ উজ্জ্বল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow