রিমাণ্ড আবেদনের শুনানি ১৮ মার্চ, কোর্ট চত্বরে গ্রেফতার আসামীরা কারাগারে
নিজস্ব প্রতিবেদক, নাটোর: নাটোরে জেলা দায়রা ও জজ আদালত চত্বরে এক বিচারপ্রার্থীর উপর সন্ত্রাসী হামলা মামলায় গ্রেফতার আসামীদের জিজ্ঞাসাবাদের জন্য সদর থানা পুলিশের রিমাণ্ড আবেদনের শুনানির দিন আগামী ১৮ মার্চ ধার্য্য করেন আদালত। গতকাল শুক্রবার (১৫ মার্চ) সকালে মামলার প্রধান আসামী সজিবসহ ৫জনকে আদালতে হাজির করে রিমাণ্ড আবেদন করলে আদালত সোমবার শুনানির দিন ধার্য্য করে আসামীদেরকে কারাগারে প্রেরণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর জেলা ও দায়রা জজ আদালতের পুলিশ পরিদর্শক মোস্তফা কামাল।
নাটোর সদর থানার ওসি মিজানুর রহমান জানান, শুক্রবার আসামীদেরকে হাজিরা করে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমাণ্ড চেয়ে আবেদন করলে বিজ্ঞ আদালত রিমাণ্ডের ব্যাপারে আগামী ১৮ মার্চ শুনানির দিন ধার্য্য করেন। তিনি জানান, কোর্ট চত্বরে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কোর্টে আসা বিচারপ্রার্থী রাতুল ইসলাম সময়কে কুপিয়ে জখম করার সাথে জড়িত আসামী নাটোর সদরের ফতেঙ্গাপাড়া এলাকার রাইজুল ইসলামের ছেলে সজীব (৩০), বঙ্গজলের সেকেন্দারের ছেলে সুমন (৩৫), কানাইখালীর শওকতের ছেলে শাহারিয়া (২৮), গাড়িখানা এলাকার সবুরের ছেলে সবুজ (২৭) এবং শহরের দক্ষিণ পটুয়াপাড়া এলাকার আব্দুর রহিমের ছেলে মাহমুদুল হাসান সোহাগ (৩০) এর সাথে থাকা সহযোগীদের ধরতে এবং উদ্ধার হওয়া ৪ রাউণ্ড গুলির আগ্নেয়াস্ত্র উদ্ধারের ব্যাপারে তথ্য জানতে গ্রেফতার আসামীদের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
উল্লেখ্য, গত বৃহষ্পতিবার (১৪ মার্চ) নাটোর কোর্ট চত্বর এলাকায় প্রকাশ্যে সময় ইসলামকে কুপিয়ে জখম করা হয়। একটি মামলার হাজিরা দিয়ে ফেরার পথে কোর্ট চত্বরেই ওই হামলা করা হয়। এরপর আহত সময় ইসলামের দাদা আফজাল হোসেন বাদী হয়ে ১১জনের নামসহ আরও ৫-৭ জন অজ্ঞাত আসামীর নামে এজাহার দায়ের করেন। ওই ঘটনায় অভিযান চালিয়ে পুলিশ ৫ হামলাকারীকে গ্রেপ্তার করেছে। অন্য আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।
What's Your Reaction?