রাবি চারুকলা এ্যালামনাই এসোসিয়েশন গঠন সংক্রান্ত আলোচনা অনুষ্ঠিত

Aug 23, 2023 - 10:06
Aug 29, 2023 - 03:37
 0  231
রাবি চারুকলা এ্যালামনাই এসোসিয়েশন গঠন সংক্রান্ত আলোচনা অনুষ্ঠিত
রাবি চারুকলা এ্যালামনাই এসোসিয়েশন গঠনকল্পে আলোচনা শেষে প্রাক্তনীবৃন্দ। ছবি: সৈয়দ মাসুম রেজা।

নিজস্ব প্রতিবেদক, রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের প্রথম এ্যালামনাই এসোসিয়েশন গঠন ও রি-ইউনিয়ন অনুষ্ঠান আয়োজনের লক্ষ্যে আহ্বায়ক কমিটির সাথে প্রাক্তনীদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (২২ আগস্ট) বিকেলে রাবি চারুকলা অনুষদের ডীন, অধ্যাপক ডক্টর মোহাম্মদ আলীর অফিস কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় প্রাক্তনীদের একটি প্রতিনিধি দল উপস্থিত থেকে আগামী ২৯-৩০ সেপ্টেম্বর ২০২৩ অনুষ্ঠিতব্য প্রথম রি-ইউনিয়ন ও এ্যালামনাই এসোসিয়েশন গঠনকল্পে সফলতা অর্জনের লক্ষ্যে বিভিন্ন বিষয়ে প্রস্তুতির আপডেট নিয়ে মত বিনিময় করেন।

আলোচনা সভা থেকে রাবি চারুকলার সকল প্রাক্তনীর প্রতি আগামী ৩১ আগস্টের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য আহ্বান জানানো হয় এবং আহ্বায়ক কমিটির সদস্যদের নিজ নিজ টিমের সমন্বয়কগনের দিক নির্দেশনা অনুযায়ী কাজ শুরু করার জন্য অনুরোধ জানানো হয়।

উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ সভায় প্রথম এ্যালামনাই এসোসিয়েশন গঠন ও রি-ইউনিয়ন অনুষ্ঠান আয়োজনের লক্ষ্যে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। চারুকলা অনুষদের ডীন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আলীকে আহ্বায়ক এবং মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের অধ্যাপক এ কে এম আরিফুল ইসলামকে সদস্য সচিব করে ১৩সদস্য বিশিষ্ট এই কমিটি গঠিত হয়। 

রেজিস্ট্রেশন লিংক- https://shorturl.at/rvHJ4 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক