রাজশাহীতে ‘স্থায়ীত্বশীল তামাক নিয়ন্ত্রণে স্থানীয় সরকার গাইডলাইন বাস্তবায়ন জরুরি’ বিষয়ক সভা 

Nov 15, 2023 - 18:53
Nov 18, 2023 - 12:54
 0  170
রাজশাহীতে ‘স্থায়ীত্বশীল তামাক নিয়ন্ত্রণে স্থানীয় সরকার গাইডলাইন বাস্তবায়ন জরুরি’ বিষয়ক সভা 

রাজশাহী প্রতিনিধি : ১৫ নভেম্বর (বুধবার) রাজশাহী মহানগরীর রানীবাজারস্থ এস.কে.ফুড ওয়ার্ল্ড হল রুমে ডাব্লিউ বি বি ট্রাস্ট ও বাংলাদেশ তামাক বিরোধী জোট (বাটা) এর সহযোগিতায় বেসরকারী উন্নয়ন ও মানবধিকার সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) এর আয়োজনে ‘‘জীবনের জন্য,পরিবারের জন্য তামাক কোম্পানীর আগ্রাসন প্রতিহত করুন’’ স্লোগানে ‘স্থায়ীত্বশীল তামাক নিয়ন্ত্রণে স্থানীয় সরকার গাইডলাইন বাস্তবায়ন জরুরি’ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা  ডা: এফ.এ.এম আঞ্জুমান আরা বেগম।

স্থায়ীত্বশীল তামাক নিয়ন্ত্রণে স্থানীয় সরকার গাইডলাইন বাস্তবায়ন জরুরি” বিষয়ক সভায় সভাপতিত্ব করেন লফস এর নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন।

তামাক নিয়ন্ত্রণে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের উদ্যোগ জরুরী বিষয়ক প্রবন্ধটি উপস্থাপন করেন লফস এর প্রোগ্রাম এসিসটেন্ট ও তামাক নিয়ন্ত্রণ কর্মসূচির সহায়ক এস এম রাকিব উল ইসলাম।

তামাক আইন ও স্থানীয় সরকার কর্তৃক গাইড লাইন বিষয়ে বিস্তারিত আলাচনা করেন বিশিষ্ট আইনজীবী ও লফস এর আইন সম্পাদক এ্যাড: শাহীনুল হক মুন।

সভায় স্থানীয় সরকার কর্তৃক গাইড লাইন বাস্তবায়নে কি ধরনের বাধা বা বিপত্তি রয়েছে যা দূর করতে করণীয় বিষয়ে আলোচনা হয়।

সভায় প্রদান অতিথি ডা: আঞ্জুমান আরা বেগম বলেন,তামাকমুক্ত নগরী গড়তে সকলকে এগিয়ে আসতে হবে।সকলের ঐক্যবদ্ধতায় রাজশাহী শহর গ্রীন সিটি-ক্লিন সিটির মতো তামাকমুক্ত হবে।রাজশাহী সিটি কর্পোরেশন স্থানীয় সরকার কর্তৃক গাইড লাইন বাস্তবায়নে সচেষ্ট রয়েছে এবং বাস্তবায়নে কাজ করে যাচ্ছে এবং আগামীতে তামাক নিয়ন্ত্রন কার্যক্রম আরও গতিশীল হবে।

উমুক্ত আলোচনায় অংশ নেন আরএসডিপি এর নির্বাহী পরিচালক জাহাঙ্গীর সেলিম, কাবিউস এর সমন্বকারী দেলওয়ার হোসেন, নিবুস এর পরিচালক (অর্থ) তৌফিকুল ইসলাম, পিনাকল স্টাডি হোম এর সহকারী শিক্ষক কামনা পাল, পিডিও এর উপ-পরিচালক মো: ইমরান আলী, ধুমকেতু নিউজ এর সাংবাদিক জান্নাতুল মাওয়া শিফা প্রমুখ।

অনুষ্ঠান উপস্থাপনা করেন লফস এর প্রোগ্রাম এসিসটেন্ট টুম্পা পাল।

উক্ত সভায় বিভিন্ন শ্রেনি পেশার ২৫জন মানুষ অংশগ্রহন করে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow