রাজশাহীতে শহীদ এ এইচ এম কামারুজ্জামান জন্মশতবর্ষ নাট্যোৎসব শুরু আজ
সৈয়দ মাসুম রেজা, বিশেষ প্রতিবেদক: রাজশাহীতে জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ এইচ এম কামারুজ্জামানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ৩ দিন ব্যাপী নাট্যোৎসব শুরু হচ্ছে আজ (১০ অক্টোবর)। রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত এই উৎসব চলবে ১২ অক্টোবর পর্যন্ত।
আজ সন্ধ্যা ৬টায় রাজশাহী জেলা শিল্পকলা অডিটোরিয়ামে এই নাট্যোৎসবের শুভ উদ্বোধন করবেন রাজশাহীর জেলা প্রশাসক শামীম আহমেদ। এরপর সন্ধ্যা সাড়ে ছয়টায় নাট্যোৎসবের উদ্বোধনী নাটক 'মাইলপোস্ট' মঞ্চস্থ করবে নাটোর জেলা শিল্পকলা একাডেমি রেপার্টরী নাট্যদল।
এছাড়াও আগামীকাল ১১ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টায় রাজশাহীর ভোর হলো সংগঠন মঞ্চস্থ করবে নাটক 'চমচম কুমার' এবং ১২ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টায় মঞ্চস্থ হবে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি নাট্যদলের নাটক 'একজন পিতার প্রস্থান'।
১২ অক্টোবর নাট্যোৎসবের সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি শামীম আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ এইচ এম কামারুজ্জামানের সুযোগ্য পুত্র সন্তান, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট নাট্যজন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মলয় ভৌমিক।
What's Your Reaction?