রাজশাহীতে লফস'র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ 

Jan 22, 2024 - 23:50
Jan 23, 2024 - 23:51
 0  180
রাজশাহীতে লফস'র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ 

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে হতদরিদ্র নারী ও শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ২২ জানুযারী (সোমবার) বেসরকারী উন্নয়ন ও মানবাধিকার সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) এর আয়োজনে ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এর সহযোগিতায় ঘোড়ামারাস্থ লফস্ কার্যালয়ে হতদরিদ্র ৪০ জন দরিদ্র নারী ও শিশুর মাঝে কম্বল বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লফস এর নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন।

সম্মনিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও পিজি হাসপাতাল এর মেডিসিন বিশেষজ্ঞ,ডায়াবেটিস স্পেশালিস্ট ও গাইনী চিকিৎসক ডাঃ সাবিনা সুলতানা সুমি এবং লফস এর নির্বাহী সদস্য মোঃ সেকেন্দার হোসেন।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেন,দরিদ্র জনগোষ্ঠির পাশে সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের পাশাপাশি সমাজের বিত্তবানদের সহযোগিতার আহব্বান জানান এবং হতদরিদ্র নারী ও শিশু সদস্যদের সাথে মতবিনিময় করেন।

অনুষ্ঠানে অন্যানর মধ্যে লফস এর প্রোগ্রাম ম্যানেজার মোঃ সালাউদ্দিন, প্রোগ্রাম অফিসার চম্পা খাতুন, প্রোগ্রাম এসিসটেন্ট টুম্পা পাল সহ ৪০ জন সুবিধাবঞ্চিত নারী ও শিশু সদস্য উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow