রাজশাহীতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ধারাবাহিক বাজার মনিটরিং 

Apr 4, 2023 - 15:47
Apr 4, 2023 - 17:47
 0  6
রাজশাহীতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ধারাবাহিক বাজার মনিটরিং 

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ধারাবাহিকভাবে ইফতার বাজার মনিটরিং করছে। মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুর ১২ টায় নগরীর ভদ্রা মোড়ে সংস্থাটির বিশেষ টিম কাজ করেছে।ধারাবাহিক মনিটরিং এর অংশ হিসেবে ইফতার বাজার ও ফলমুলের দোকান মনিটরিং করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ রাজশাহী জেলা কার্যালয়।

ভদ্রা বাজার এলাকার বিভিন্ন মিষ্টান্ন ভান্ডার, খাবারের হোটেল গুলোতে এই মনিটরিং করা হয়েছে।

এসময় ভদ্রা মোড়স্থ অতিথি হোটেল এন্ড রেষ্টুরেন্টসহ কয়েকটি রেষ্টুরেন্টের পোড়া তেল, ঘোল, বোরহানি, লেবেলহীন মধু জব্দ করে।সেগুলো নষ্ট করে ফেলেন জেলা কর্মকর্তা শাকিল আহম্মেদ। 

তবে এই সকল প্রতিষ্ঠানের বেশিরভাগ ব্যবসায়ীরা অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা করলেও প্রথমবারের মতো সাবধান করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের রাজশাহী জেলা কর্মকর্তা মোঃ শাকিল আহম্মেদ।প্রতিটি প্রতিষ্ঠানের কর্মচারী ও মালিকদের স্বাস্থ্য সচেতন করেছেন তিনি।এছাড়াও নিরাপদ খাদ্য আইন ২০১৩ সম্পর্কে ব্যবসিক ও উপস্থিত সাধরণ মানুষকে অবগত করেন।তিনি সকলকে মাস্ক, হেড ক্যাপ, হ্যান্ড গ্লোবস ব্যবহার করার পরামর্শ দেন।যাদের মাস্ক, হ্যান্ড গ্লোবস, হেড ক্যাপ ছিলনা তাদেরকে  নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পক্ষ থেকে দেয়া হয়েছে। 

বাজার মনিটরিং ও স্বাস্থ্য সচেতন নিয়ে কথা বললে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের রাজশাহী জেলা কর্মকর্তা শাকিল আহম্মেদ বলেন,আমরা প্রতিনিয়ত বাজার মনিটরিং করছি।এতে সাধারণ জনগণ অনেকটাই খুশি হচ্ছে। প্রতিদিনের ন্যায় আজও আমরা মাহে রমজান উপলক্ষে ইফতার বাজার ও দৈনন্দিন বাজার মনিটরিং করছি।আমরা আপাতত ব্যবসায়ীদের বোঝাচ্ছি ও বিভিন্ন পরামর্শ দিচ্ছি। এরপরও যদি তারা না শোনে আমরা জরিমানা করবো ও আইনগত ব্যবস্থা নিব।

কোনো প্রতিষ্ঠানকে জারিমানা করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন,আমরা কাউকে জরিমানা করিনি।কয়েকটি দোকানের তেল ও কিছু পণ্য জব্দ করেছি এবং নষ্ট করেছি।বার বার নিষেধের পরও তারা যদি এর ব্যতয় করেন তাহলে বাংলাদেশ নিরাপদ খাদ্য আইন ১৩'র ধরা অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।আমরা এভাবে প্রতিনিয়ত বাজার মনিটরিং করবো।আমাদের সাথে যোগাযোগের জন্য ১৬১৫৫ হটলাইন নাম্বার দেওয়া হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow