রাজশাহীতে ডিবি’র অভিযানে হেরোইন উদ্ধার, দুই নারীসহ আটক ৪
রাজশাহী প্রতিনিধি : রাজশাহী জেলার ডিবি পুলিশ গোদাগাড়ী থানা চাপাল গ্রামে অভিযান চালিয়ে সংঘবদ্ধ মাদককারবারী চক্রের দুই নারীসহ চারজন মাদক ব্যবসায়ীকে দুই'শ গ্রাম হেরোইন,নগদ পঞ্চাশ হাজার পাঁচ'শ টাকা ও মোটরসাইকেল-সহ গ্রেফতার করেছে।
১৬ আগস্ট বুধবার রাত দশটা পঞ্চাশ মিনিটের দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
আটকরা হলেন,কুষ্টিয়া জেলার খোকসা থানা এলাকার মো: আনিসুর রহমানের স্ত্রী মোসা: রিসি ওরফে রিমি খাতুন (৩৫), কুমারখালী থানা ধর্মপাড়া গ্রামের সাগর বিশ্বাসের স্ত্রী অনিতা রানী সরকার (৩৫), গোদাগাড়ী থানা মাটিকাটা গ্রামের মো: হাবিবুর রহমানের ছেলে মো: খুবাইল ইসলাম (৩৩), মাওলানা গেটের মৃত নোমান আলীর ছেলে মো: গোলাম রব্বানী (২৮)।
ঘটনাসূত্রে জানা যায়,রাজশাহী জেলা ডিবির এসআই মো: ইনামুল ইসলাম সঙ্গীয় ফোর্স-সহ জেলার গোদাগাড়ী থানাধীন রাজাবাড়িহাট এলাকায় মাদক উদ্ধারে যান এবং তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন,একদল মাদক কারবারি চাপাল গ্রামে অবৈধ মাদকদ্রব্য হিরোইন বিক্রি করছে।এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সনাতন চক্রবর্তীর নির্দেশে এসআই মো: ইনামুল ইসলাম সঙ্গীয় ফোর্স-সহ সেখানে অভিযান পরিচালনা করে মাদককারবারী চক্রের চারজন মাদক ব্যবসায়ীকে দুই'শ গ্রাম হেরোইন,নগদ পঞ্চাশ হাজার পাঁচ'শ টাকা ও মোটরসাইকেল-সহ গ্রেফতার করেন।
এ ঘটনায় গ্রেফাতারকৃত আসামিগণের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।
What's Your Reaction?