রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

Mar 27, 2023 - 21:52
 0  7
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

রাজশাহী প্রতিনিধি : রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) যথাযোগ্য মর্যাদায় ৫৩ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ পালন করেছে। ২৬ মার্চ (রবিবার) সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন,সকাল ৮ টায় রামেবির অস্থায়ী কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধাঞ্জলি জানান উপাচার্য অধ্যাপক ডা. এ.জেড.এম মোস্তাক হোসেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মহান মুক্তিযুদ্ধে সকাল শহীদদের স্মরনে বিশেষ মোনাজাত করা হয়। এরপর সকাল ৯ টায় রামেবির সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দের অংশগ্রহণে মহান স্বাধীনতা ও জাতীয় দিসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন রামেবির উপাচার্য অধ্যাপক ডা. এ.জেড.এম মোস্তাক হোসেন।

সভাপতির বক্তব্যে উপাচার্য বলেন,২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস।বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসের শৌর্য-বীর্যের এক অবিস্মরণীয় গৌরবময় দিন।বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশের করার দিন।ঐতিহাসিক এই দিনে আমি পরম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।বাঙ্গালি জাতির জীবনে অনন্যসাধারণ একটি দিন।১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরীহ বাঙালির ওপর চালিয়েছিল নির্মম হত্যাযজ্ঞ।এরপর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রেপ্তারের আগমুহূর্তে ২৬ মার্চের প্রথম প্রহরে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন।শুরু হয় দখলদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ।দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে ৩০ লক্ষ মানুষের আত্মদান, ২ লক্ষ মা বোনের সম্ভ্রম আর বিপুল ক্ষয়ক্ষতির মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ শেষে ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জিত হয়।পৃথিবীর মানচিত্রে অভ্যুদয় ঘটে স্বাধীন বাংলাদেশের।এ দেশের মানুষ পায় লাল-সবুজের পতাকাখচিত একটি স্বাধীন ভূখণ্ড।

রামেবির উপাচার্য আরো বলেন,বঙ্গবন্ধু কণ্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশে উন্নয়নের গতিধারা সৃষ্টি হয়েছে,সময় পেরিয়েছে, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশও এগিয়েছে।মাথাপিছু আয়, অবকাঠামোগত উন্নয়ন,শিক্ষা ও স্বাস্থ্য খাতে দৃশ্যমান পরিবর্তন, বেসরকারি খাতে বিনিয়োগ ও দেশজ উৎপাদন বৃদ্ধি, বৈদেশিক বাণিজ্য বৃদ্ধি, প্রযুক্তিগত উন্নয়ন ও ব্যবহার এবং সম্পদ উৎপাদন ও আহরণ দৃশ্যমানভাবে বৃদ্ধি পেয়েছে রূপকল্প - ২০২১' বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে ও একটি ডিজিটাল বাংলাদেশ গড়ে উঠেছে যা সবই সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য।

এ আলোচনা সভায় আরো বক্তব্য দেন,রামেবির কোষাধ্যক্ষ প্রফেসর ড. রুস্তম আলী আহমেদ, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোহা: আনোয়ারুল কাদের,পরিচালক (প.উ.) ইঞ্জিনিয়ার মো: সিরাজুম মুনীর,পরিচালক (অ.হি.) ডা. মো: জাকির হোসেন খোন্দকার,পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা. মো: আনোয়ার হাবিব,কলেজ পরিদর্শক অধ্যাপক ডা. মো: মোহাম্মদ মোসাদ্দেক হোসেন,সহকারী রেজিস্ট্রার (চ.দা) মো: রাসেদুল ইসলাম,সেকশন অফিসার মো: শাহারিয়ার ইসলাম।

সভায় উপস্থিত ছিলেন,রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এর একান্ত সচিব (ভারপ্রাপ্ত) মো: ইসমাঈল হোসেন,উপ রেজিস্ট্রার ডা. আমিন আহমেদ খান,উপ- পরীক্ষা নিয়ন্ত্রক ডা. মো: সারওয়ার জাহান, উপ-কলেজ পরিদর্শক ডা. মোহাম্মদ মেহেরওয়ার হোসেন,উপ পরিচালক (অর্থ ও হিসাব) মো. আখতার হোসেন,সহকারী পরিচালক (প.উ.) মো: আবুল আশরাফ, সহকারী কলেজ পরিদর্শক (চ.দা) মো: নাজমুল হোসাইন,সহকারী পরিচালক (অ.হি.) মো: মফিজ উদ্দিন,সহকারী-পরীক্ষা নিয়ন্ত্রক ডা. মো: আমীর হোসেন,সেকশন অফিসার মো: মাসুম খান,সেকশন অফিসার শারমিন আক্তার নূর, সহকারী প্রোগ্রামার ফারজানা ফাইজাসহ রামেবির সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow