রাজশাহী জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা ও কার্যনির্বাহী সংসদের সভা অনুষ্ঠিত

Mar 14, 2023 - 15:05
 0  7
রাজশাহী জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা ও কার্যনির্বাহী সংসদের সভা অনুষ্ঠিত

নিহাল খান, রাজশাহী প্রতিনিধি :

রাজশাহী জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা ও কার্যনির্বাহী সংসদের সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ মার্চ) সকাল ১১ টায় রাজশাহী জেলা আওয়ামী লীগের রানীবাজারস্থ স্থায়ী দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকারের সভাপতিত্বে এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আলহাজ্ব আব্দুল ওয়াদুদ দারা'র পরিচালনায় জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা এবং বর্ধিত সভা শেষে জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে বিভিন্ন ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়।এছাড়া জেলা আওয়ামী লীগের মৃত্যুবরণকারী নেতৃবৃন্দ সহ জেলাধীন দলীয় মৃত্যুবরণকারী নেতৃবৃন্দের বিদেহী আত্মার প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন সহ মাগফিরাত কামনায় দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

বর্ধিত সভায় রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের নেতৃবৃন্দ,জেলা পর্যায়ের আওয়ামী লীগের সহযোগী এবং ভাতৃপ্রতীম সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ, জেলাধীন সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত থেকে সভার আলোচ্যসূচি বিষয়ে গুরুত্বপূর্ণ প্রস্তাবনা রাখেন।

অতঃপর বর্ধিত সভা শেষে রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের নেতৃবৃন্দ এবং সিদ্ধান্তক্রমে জেলাধীন সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত থেকে সভায় আলোচ্যসূচিভূক্ত বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করেন। 

রাজশাহী জেলা আওয়ামী লীগ কর্তৃক পূর্বঘোষিত আলোচ্যসূচি মোতাবেক ১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন বিষয়ে,২৫মার্চ গণহত্যা দিবস পালন বিষয়ে এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস পালন সংক্রান্ত বিষয় সহ বিবিধ বিষয়ে গুরুত্বপূর্ণ প্রস্তাবনা উত্থাপিত হয়।

এরপর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় সোমবারের অনুষ্ঠিত বর্ধিত সভার প্রস্তাবনা সমূহ চুড়ান্তকরণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ,জেলাধীন সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের জমাকৃত প্রস্তাবিত কমিটি অনুমোদন দান বিষয়ে এবং প্রস্তাবিত কমিটি জমা না দেওয়া সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটি জমাদান বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নির্দেশক্রমে জেলাধীন সকল সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগ কর্তৃক আওয়ামী লীগের সদস্য সংগ্রহ কার্যক্রমের হালনাগাদ তথ্য উপস্থাপন সংক্রান্ত এবং মেয়াদোত্তীর্ণ সাংগঠনিক ইউনিট সমূহে সন্মেলন সম্পন্নকরণ সহ সন্মেলন সম্পন্ন হওয়া সকল সাংগঠনিক স্তরের পূর্নাঙ্গ কমিটি অনুমোদন দান সংক্রান্ত বিষয় সহ সাংগঠনিক এবং বিবিধ বিষয়ে রানীবাজারে জেলা আওয়ামী লীগের জমিতে দলীয় কার্যালয়ের ভবন নির্মাণের বিষয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ পূর্বক জেলা আওয়ামী লীগের দপ্তর বিভাগের মাধ্যমে যথাযথ নেতৃবৃন্দ এবং সাংগঠনিক কর্তৃপক্ষ বরাবরে সিদ্ধান্তসমূহ অবহিত করার বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow