যুবলীগ নেতাকে কুপিয়ে হাতের কবজি বিচ্ছিন্ন করল সন্ত্রাসীরা

Jul 23, 2023 - 23:41
Jul 24, 2023 - 03:17
 0  44
যুবলীগ নেতাকে কুপিয়ে হাতের কবজি বিচ্ছিন্ন করল সন্ত্রাসীরা

নাটোর প্রতিবেদক: নাটোর পৌরসভার ৩ নং ওয়ার্ড যুবলীগ নেতা মিঠুন আলীকে কুপিয়ে তার ডান হাতের কবজি বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে। আজ রোববার রাত সাড়ে ৯টার কিছু পরে শহরের বলারিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও অন্তত ৭ জন আহত হয়েছেন বলে জানা গেছে।মিঠুন আলীর আহত সমর্থকদের অভিযোগ জেলা আওয়ামী লীগের গ্রুপিং এর কারণেই এই নৃশংস ঘটনা ঘটেছে।

নাটোর আধুনিক সদর হাসপাতাল কর্তৃপক্ষ ও আহতদের সাথে কথা বলে জানা গেছে, রোববার রাত সাড়ে ৯টার কিছু পরে ৩নং পৌর-ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মিঠুন আলী তার সমর্থকদের সাথে নিয়ে আওয়ামী লীগ কার্যালয় থেকে বাড়ির দিকে যাওয়ার পথে বলারী পাড়ার রাজার পুকুরপাড় এলাকায় গেলে প্রায় ২৫-৩০ জনের একদল সন্ত্রাসী দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তাদের উপর হামলা করে। এ সময় মিঠুন আলীকে মাটিতে ফেলে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে ও তার ডান হাতের কবজি থেকে কেটে বিচ্ছিন্ন করে দেয় সন্ত্রাসীরা। মিঠুনকে বাঁচাতে গেলে আরমান আলী, আব্দুলাহ আল রাব্বি ও বকুল মিয়া, সবুজ মিয়া, স্বপ্ন, জাহিদুলসহ ৭জন আহত হয়। 

পরে মিঠুনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয় বলে জানান জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. মোহাম্মদ শাহরিয়ার। অন্যান্য আহতদের জরুরী বিভাগেই প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নাটোরের পুলিশ সুপার (এসপি) সাইফুর রহমান। তিনি বলেন, 'এ ঘটনার খবর পেয়েছি। পুলিশ অপরাধীদের ধরতে অভিযান চালাচ্ছে।'

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow