ম্যায়নে প্যায়ার কিয়া অতীত, মনে রাখতে চাই না: প্রসেনজিৎ

Apr 5, 2023 - 02:40
Apr 5, 2023 - 10:19
 0  168
ম্যায়নে প্যায়ার কিয়া অতীত, মনে রাখতে চাই না: প্রসেনজিৎ

ডেস্ক নিউজ : তিনি টলিউডের সবার প্রিয় বুম্বাদা। যদিও কেউ কেউ তাঁকে ‘মিস্টার ইন্ডাস্ট্রি’ বলেও ডাকেন। তবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) যে বাংলার সুপারস্টার, তা একবাক্যে স্বীকার করবেন সকলেই। এবার সেই প্রসেনজিৎই ডেবিউ করছেন ওয়েব সিরিজে। তাও আবার জাতীয় স্তরের হিন্দি ওটিটিতে। আগামী সাত তারিখ অ‍্যামাজন প্রাইমে মুক্তি পাচ্ছে তাঁর প্রথম ওয়েব সিরিজ ‘জুবিলি’।

সম্প্রতি মুম্বইয়ে সেই ছবির প্রচারে গিয়েই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন প্রসেনজিৎ। আর সেখানে ফের তাঁকে ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ (Maine Pyar Kiya) নিয়ে প্রশ্নের মুখে পড়তে হল। প্রসঙ্গত, অনেকেই জানেন না যে কেরিয়ারের শুরুতেই বলিউডে নিজের ভাগ্য লিখনের সুযোগ পেয়েছিলেন প্রসেনজিৎ। অফার এসেছিল সুরজ বরজাতিয়ার পরিচালনায় কাজ করার। তবে টলিউডে ব্যস্ততার কারণে ‘ম্যায়নে প্যায়ার কিয়া’র অফার ছেড়ে দেন তিনি।

এবার সেই নিয়ে ফের প্রশ্ন হতেই প্রসেনজিৎ বললেন, “ম্যায়নে প্যায়ার কিয়া অতীত। ছেড়ে দিয়েছি। ভুলেও গিয়েছি। মনে রাখতে চাই না।” এরপর খানিক থেমে তিনি আরও বলেন, “আমি এইমুহূর্তে নিজের ফোকাস ঠিক করে নিয়েছি। অনেকদিন পর হিন্দি ইন্ডাস্ট্রিতে কাজ করলাম। এমন কিছু চরিত্র চাইছিলাম, যা আগে কোনওদিন করিনি। জুবিলির চরিত্রটি আমার খুব প্রিয়।”

উল্লেখ্য, ‘জুবিলি’ ওয়েব সিরিজে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নেগেটিভ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। তিনি ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন অদিতি রাও হায়দারি, অপারশক্তি খুরানা, রাম কাপুরের মতো অভিনেতারা। সিরিজে চারের দশকের বলিউডের গল্প তুলে ধরেছেন পরিচালক বিক্রমাদিত্য মোটওয়ানে।

সূত্র: দ্য ওয়াল

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow