মৌলভীবাজার সরকারি কলেজে কর্মচারীদের কর্মবিরতি 

Oct 9, 2023 - 14:59
Oct 9, 2023 - 14:59
 0  188
মৌলভীবাজার সরকারি কলেজে কর্মচারীদের কর্মবিরতি 

খালেদ আহমেদ (মৌলভীবাজার) : ৩ দফা দাবিতে কর্মবিরতি পালন করেছে মৌলভীবাজার সরকারি কলেজের বেসরকারি কর্মচারী ইউনিয়ন। আজ সোমবার ( ৯ অক্টোবর ) সকাল দশটা থেকে কলেজের প্রধান ফটকে অবস্থান নিয়ে ১১ টা পর্যন্ত এই কর্মসূচী পালন করা হয়।

তাদের দাবিগুলো হচ্ছে- সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের নিয়োগের তারিখ থেকে চাকরি রাজস্বখাতে স্থানান্তর করা, চাকরি সরকারি করণের পূর্ব পর্যন্ত সরকারি স্কেল অনুযায়ী বেতন ভাতাদি প্রদান, বহুদিন যাবৎ  অস্থায়ী কর্মরতদের ব্যতিরেকে নতুন নিয়োগ বন্ধ করা ও কর্মরতদের অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ প্রদান করা।

প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ প্রাপ্ত ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীরা বক্তব্যে বলেন, বর্তমানে কর্মচারীদের মাসিক বেতন ৫--১০ হাজার টাকা। এই অল্প বেতনে তাদের পরিবার নিয়ে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির বাজারে খুবই কষ্টে মানবেতর জীবন-যাপন করছে । পাশাপাশি চাকরি রাজস্ব করণ করা হবে এমন আশ্বাস তারা বারবার পেয়েছেন কিন্তু তার প্রতিফলন ঘটেনি। 

বক্তারা আরও বলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃপক্ষ ২০১৩ ও ২০২০ সালে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে। এতে বেসরকারি কর্মচারীদের কোনো অগ্রাধিকার দেওয়া হয়নি দাবি করেন। সেই বিজ্ঞপ্তিতে সুপ্রিম কোর্টের একটি রিট মামলার নির্দেশনা মোতাবেক বেসরকারি কর্মচারীদের অগ্রাধিকার থাকলেও মাউশি কর্তৃপক্ষ সে বিষয়ে বিবেচনায় নেননি।  সরকারি কলেজগুলোতে মাত্র শতকরা ৫ জন কর্মচারী সরকারিভাবে কর্মরত আছেন। আর বাকি ৯৫ শতাংশ কর্মচারি বেসরকারিভাবে কর্মরত আছে। 

গত ৩০ (সেপ্টেম্বর) কেন্দ্রীয় কমিটির সংবাদ সম্মেলনে ও ২ (অক্টোবর) ভার্চুয়াল সভার সিদ্ধান্ত মোতাবেক কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। 

"বাংলাদেশে সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীয় এ চাকুরী রাজস্বখাতে স্থানান্তর ও বহুদিন যাবৎ অস্থায়ীভাবে কর্মরতদের ব্যতিরেকে নতুন নিয়োগ বন্ধের দাবিতে” সারা বাংলাদেশে সকল সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের কর্মবিরতি কর্মসূচী পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। 

চাকরি রাজস্বখাতে স্থানান্তর করার জন্য আজকের আয়োজনে জোরালো আবেদন জানিয়েছেন তারা। ৩ দফা দাবি নিয়ে প্রতিদিন ১ ঘণ্টা করে দাবি না আদায় হওয়া পর্যন্ত শান্তিপূর্ণভাবে কলেজের মেইন ফটকে কর্মবিরতি পালন করবে তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow