ভূমি ও গৃহহীন মুক্ত হতে যাচ্ছে রাজশাহীর ৩ জেলা ও ৩২ উপজেলা

Mar 20, 2023 - 22:27
 0  3
ভূমি ও গৃহহীন মুক্ত হতে যাচ্ছে রাজশাহীর ৩ জেলা ও ৩২ উপজেলা
রাজশাহী বিভাগের ৩টি জেলা ও ৩২টি উপজেলা ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণার ব্যপারে রাজশাহী বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ্, এনডিসি সোমবার (২০ মার্চ) দুপুরে তাঁর কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং করেন

রাজশাহী প্রতিনিধি : মুজিববর্ষ উপলক্ষ্যে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৪র্থ পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২২ মার্চ বুধবার ভার্চুয়ালি সারাদেশে ভূমিহীন ও গৃহহীনদের ভূমিসহ ঘর প্রদান করবেন।এ পর্যায়ে রাজশাহী বিভাগের ৩টি জেলা ও ৩২টি উপজেলা ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করবেন তিনি। 

এ উপলক্ষ্যে রাজশাহী বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ্, এনডিসি সোমবার (২০ মার্চ) দুপুরে তাঁর কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং করেন।

প্রেস ব্রিফিংয়ে বিভাগীয় কমিশনার জানান, রাজশাহী বিভাগে ‘ক’ শ্রেণির মোট ভূমিহীন ও গৃহহীন পরিবারের সংখ্যা ছিল ৩১ হাজার ৯৩০টি।ইতিমধ্যে ১ম, ২য়, ও ৩য় পর্যায়ে ২১ হাজার ৭৬১টি পরিবারকে পুনর্বাসিত করা হয়েছে।৪র্থ পর্যায়ে ৮ হাজার ৩১৪টি ঘর বরাদ্দ দেয়া হয়েছে।এর মধ্যে রাজশাহীতে ১ হাজার ৪৫১টি, চাঁপাইনবাবগঞ্জে ২৩০টি, নওগাঁয় ১ হাজার ৪৯২টি, নাটোরে ১ হাজার ২৮৯টি, পাবনায় ১ হাজার ৫১৮টি, সিরাজগঞ্জে ৭৮৩টি, বগুড়ায় ১ হাজার ৪১২টি এবং জয়পুরহাটে ১৩৯টি গৃহ বরাদ্দ প্রদান করা হয়েছে।এর মধ্যে ৭ হাজার ১৪৬টি উপকারভোগীদেরকে প্রদান করা হবে।বাকিগুলো খুব অল্প সময়ের মধ্যে প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান। 

জি এস এম জাফরউল্লাহ্ আরও জানান, আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ১ম, ২য় এবং ৩য় পর্যায়ে ১০টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়েছে।চতুর্থ পর্যায়ে আরও ৩২টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হবে।এ নিয়ে রাজশাহী বিভাগে মোট ভূমিহীন ও গৃহহীন উপজেলা হবে ৪২টি এবং বাকি থাকবে ২৫টি উপজেলা।

এ সময় তিনি বলেন,এরপরও যদি নতুন ভূমিহীন দেখা যায় এবং কারও ঘর ভেঙে যায় তবে পূর্বের সংখ্যার সঙ্গে নতুন করে হালনাগাদ করা হবে। 

উল্লেখ্য,রাজশাহী বিভাগে ৪র্থ পর্যায়ে ‘ক’ শ্রেণিভুক্ত ভূমিহীন ও গৃহহীন মুক্ত জেলাগুলো হলো- রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও জয়পুরহাট। 
উপজেলাগুলো হলো- রাজশাহীর পবা, গোদাগাড়ী, তানোর, দুর্গাপুর, পুঠিয়া এবং বাগমারা উপজেলা; চাঁপাইনবাবগঞ্জের সদর, গোমস্তাপুর, ভোলাহাট ও নাচোল উপজেলা; জয়পুরহাটের সদর, আক্কেলপুর, কালাই ও ক্ষেতলাল উপজেলা; বগুড়ার কাহালু, ধুনট, শাজাহানপুর, সোনাতলা ও শিবগঞ্জ উপজেলা; নওগাঁর ধামইরহাট, মহাদেবপুর ও পত্নীতলা উপজেলা; সিরাজগঞ্জের সদর, উল্লাপাড়া, কাজিপুর ও রায়গঞ্জ উপজেলা; পাবনার সদর, আটঘরিয়া ও সাঁথিয়া; নাটোরের গুরুদাসপুর, বড়াইগ্রাম ও লালপুর উপজেলা।

অনুষ্ঠানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো: ইমতিয়াজ হোসেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো: এ এন এম মঈনুল ইসলাম,স্থানীয় সরকার বিভাগের পরিচালক মোঃ এনামুল হক,বিভাগের বিভিন্ন জেলার প্রশাসকগণ,বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow