বড়াইগ্রামে কৃষক/কৃষানি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

Aug 21, 2023 - 19:35
Aug 25, 2023 - 10:35
 0  162
বড়াইগ্রামে কৃষক/কৃষানি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ওমর ফারুক খান, বড়াইগ্রাম (নাটোর) : নাটোরে বড়াইগ্রাম কৃষি সম্পসারণ অধিদপ্তরের আয়োজনে ২ দিন ব্যাপি কৃষক/কৃষাণি প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। গত ২০-২১ আগস্ট বড়াইগ্রাম উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২৩- ২৪ অর্থ বছরে আধুনিক প্রযুক্তি সম্পসারণের এর মাধ্যমে রাজশাহি কৃষি বিভাগের আওতায় এই কৃষক/কৃষানি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। 

উপজেলা কৃষি অফিসার সারমিন সুলতানা মোটিভেশনাল বক্তব্য প্রদান কালে বলেন, ‘রাজশাহী বিভাগ কৃষি ক্ষেত্রের জন্যে বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ একটি অংশ। বাংলাদেশের শস্য ভান্ডার হিসেবে এ বিভাগ কে আখ্যায়িত করা হয়, এমন কী শতকরা আশি ভাগ এর বেশি মানুষ এই জনপদে কৃষি পেশার সাথে জড়িত। প্রায় ৫০০ কোটি টাকা এ কৃষি প্রকল্পে কৃষি মন্ত্রনালয় থেকে বাজেট পাশ করা আছে। রাজশাহি বিভাগকে কেন্দ্র করে নতুন নতুন প্রযুক্তি নিয়ে আসা হয়েছে। যেন কৃষকরা কৃষি কাজকে আরও সমৃদ্ধ করে বাংলাদেশের উন্নয়ন ঘটাতে পারে।’ 

কৃষক কৃষানিদের মাঝে তিনি আরো বলেন, ‘আপনারা বানিজ্যিক কৃষি উৎপাদন করবেন। দিন এনে দিন খাওয়া -এমন কৃষি কাজ করবেন না, কৃষি হবে বানিজ্যিক, কৃষি হবে আধুনিক, কৃষি হবে যান্ত্রিক।’ 

সারমিন সুলতানা বলেন, ‘১৮ কোটি জনগনের ৩৬ কোটি হাত। এ হাতকে শক্তিশালি করে কৃষি কাজে লাগাতে হবে।কৃষিকে বাদ দিয়ে স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব হবে না। তাই সবাইকে ঐক্যবদ্ধ ভুমিকা পালন করতে হবে। কৃষিকে আরো উচ্চতর স্থানে পৌঁছে দেয়া সকলের নাগরিক দায়িত্ব।’ 

এছাড়াও আউশ-আমনের জাত, সবজি বাগান ও পুষ্টি, আধুনিক কৃষি যন্ত্রাংশ যেমন-পাওয়ার রাইচ মিটার, পাওয়ার স্প্রেয়ার ইত্যাদির ব্যবহার সম্পর্কে বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করা হয়।      প্রশিক্ষণ দেয়া হয়েছে।তার মধ্যে উল্যেখ যোগ্য সমন্ধে আলোচনা করা হয়। তিনি আরো জানান বড়াইগ্রামে কৃষি কে আরো উন্নত করতে নিয়ে কৃষক কৃষানিদের মাঝে প্রশিক্ষণ প্রদান করা হয়।তার মধ্যে উল্লেখ যোগ্য,  । 

এ সময় কৃষক কৃষানিদের মাঝে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন,জেলা প্রশিক্ষণ কর্মকর্তা, জেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা, অতিরিক্ত পিপি, অতিরিক্ত উপ শস্য কর্মকর্তা, কৃষি প্রকৌশলী, উপজেলা কৃষি অফিসার বড়াইগ্রাম ও সম্প্রসরন অফিসার।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow