বৃহস্পতিবার বসছে আ'লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড

Nov 22, 2023 - 12:28
Nov 22, 2023 - 12:28
 0  195
বৃহস্পতিবার বসছে আ'লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: আগামীকাল বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২১ নভেম্বর) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া এ তথ্য জানান। তিনি বলেন, মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সভাটি ঢাকা জেলা আওয়ামী লীগের তেজগাঁওয়ের কার্যালয়ে বেলা ১১টা থেকে অনুষ্ঠিত হবে। সভায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ এ প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ৩০০ সংসদীয় আসনে নৌকার প্রার্থী চূড়ান্ত করা হবে।

জানা যায়, সভার প্রথম দিনে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের সংসদীয় আসনগুলোর মনোনয়ন চূড়ান্ত করা হবে। তফসিল অনুযায়ী নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর। এ জন্য হাতে কয়েকদিন সময় রেখে প্রার্থীদের নাম চূড়ান্ত করতে চায় ক্ষমতাসীনরা।

উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল গত ১৫ নভেম্বর সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক