বিডিরেন ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের পাবলিক ট্রাস্টি হলেন রামেবির উপাচার্য

Mar 23, 2023 - 21:40
 0  15
বিডিরেন ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের পাবলিক ট্রাস্টি হলেন রামেবির উপাচার্য
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এ.জেড.এম মোস্তাক হোসেন।

রাজশাহী প্রতিনিধি : বাংলাদেশ রিসার্চ এণ্ড এডুকেশন নেটওয়ার্ক (BDREN) বিডিরেন ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের "পাবলিক ট্রাস্টি" পদে নিযুক্ত হয়েছেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এ.জেড.এম মোস্তাক হোসেন। গত ৭ মার্চ বিডিরেন ট্রাস্ট ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ সাক্ষরিত এক পত্রে এসব তথ্য নিশ্চিত করেন।

এতে বলা হয়েছে,বিডিরেন ট্রাস্টের ট্রাস্টি বোর্ডে মোট ১১ জন সদস্যের মধ্যে "Public Trustee" ক্যাটাগরির বিপরীতে ৬টি সদস্য পদ নির্ধারিত রয়েছে।এই ক্যাটাগরিতে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্যগণকে সদস্যপদ প্রদানের বিষয়টি বিডিরেন ট্রাস্ট-ডিড এর ৭.৬ ধারার উল্লেখ রয়েছে।

গত ২৮/০২/২০২৩ তারিখে বর্ণিত ট্রাস্টি ক্যাটাগরিতে বর্তমানে অধিষ্ঠিত সদস্যের মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারণে সৃষ্ট শূন্যতা পূরণের জন্য একই তারিখে অনুষ্ঠিত ট্রাস্টি বোর্ডের ৪৩তম সভায় "Public Trustee" ক্যাটাগরিতে রামেবি উপাচার্যের নাম প্রস্তাবিত হলে প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।বোর্ডের পরবর্তী সভার তারিখ থেকে ২ (দুই) বছরের জন্য কার্যকর থাকবে।

এদিকে বিডিরেন ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের "Public Trustee " এ পদে নির্বাচন করায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ও বিডিরেন ট্রাস্ট চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এ. জেড. এম মোস্তাক হোসেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow