বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে মালেক শেখ এর শো-ডাউন
নিজস্ব প্রতিবেদক, নাটোর: নাটোরে বিএনপি-জামায়াতের নৈরাজ্যসহ সকল অপতৎপরতার প্রতিবাদে মোটরসাইকেল শো-ডাউন করেছে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. এম. মালেক শেখ ও বিভিন্ন পর্যায়ের দলীয় নেতা কর্মীরা। শনিবার (২৮ অক্টোবর) বিকেলে নাটোর শহরের কান্দিভিটুয়াস্থ কার্যালয় থেকে মোটরসাইকেল শো-ডাউনটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়কসহ তেবাড়িয়া থেকে হরিশপুর বাইপাস সড়ক প্রদক্ষিণ করে।
মোটরসাইকেল শো-ডাউন শেষে এডভোকেট মালেক শেখ দৈনিক উত্তরপথকে জানান, দেশব্যাপী বিএনপি অতীতের মতো আবারও নির্বাচনকে সামনে রেখে যে জ্বালাও পোড়াও শুরু করেছে এবং জামায়াতকে সাথে নিয়ে নির্বাচন বানচালের জন্য মহাসমাবেশের নামে নানা ধরনের অপতৎপরতায় লিপ্ত আছে তা প্রতিহত করতে এবং জন সাধারণকে বিএনপি-জামায়াতের এসব অপতৎপরতার বিষয়ে সচেতন করতে এই শো-ডাউন। তিনি আরও বলেন নাটোরের মানুষের জীবন মান স্বাভাবিক রাখতে অতীতের সকল সময়ের মতো আওয়ামী লীগ রাজপথে ছিল, আছে এবং আগামীতেও থাকবে।
মালেক শেখ আরও বলেন, বিএনপি-জামায়াতের কর্মকাণ্ড মানুষ বুঝে গেছে। তারা আন্দোলনের নামে শুধু সহিংসতাই করে এসেছে। শান্তি দিতে তারা ব্যর্থ হয়েছে। তাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে পুনরায় নৌকাকে বিজয়ী করে আওয়ামী লীগের নেতৃত্বই দেখতে চায়।
What's Your Reaction?