'বাংলাদেশ মানবাধিকার কমিশন একটা বেআইনী সংস্থা'

May 18, 2023 - 20:48
 0  188
'বাংলাদেশ মানবাধিকার কমিশন একটা বেআইনী সংস্থা'
ফাইল ছবি- উত্তরপথ

উত্তরপথ ডেস্ক নিউজ : জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেছেন, 'বাংলাদেশ মানবাধিকার কমিশন একটা বেআইনী সংস্থা। এই নামে যদি কেউ পরিচয় দেয় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। কারণ বাংলাদেশ মানবাধিকার কমিশন নামে কোন কমিশন বাংলাদেশে নেই।'

মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে মানবাধিকার সুরক্ষা ও উন্নয়নে গঠিত 'জেলা মানবাধিকার কমিটি'র সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কামাল উদ্দিন বলেন, 'কোন সংস্থা অন্যায় করলে তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে হবে। তাদেরকে যথানিয়মে সেটা নিষ্পন্ন করার চেষ্টা করতে হবে। তা না হলে মানবাধিকার কমিশন অবশ্যই ব্যবস্থা নেবে।'

তিনি বলেন, 'এক সময় একটা ছিলো, তারা অনেক অন্যায় করেছে, অনেক ভাবে চাঁদাবাজি করেছে, মানুষের কাছ থেকে টাকা নিয়েছে। তারা কমিশন বলে পরিচয় দিত, কিন্তু তারা কোন কমিশন নয়। কোন বেসরকারি সংস্থা কোন দিন কমিশন হতে পারে না।'

তিনি আরও বলেন, 'বাংলাদেশ মানবাধিকার কমিশন টোটালী ব্যান্ড একটি প্রতিষ্ঠান। এটা অবৈধ। এরা কেউ কমিশন বা কাউন্সিল লিখতে পারবে না। এ ব্যাপারে কোর্টের রায় রয়েছে। প্রত্যেক জেলা প্রশাসকের কাছে এই রায়ের কপি পাঠানো আছে, যাতে কোন এনজিও যদি এই পরিচয় দেয় তাহলে তাদের ধরার জন্য।'

জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মানবাধিকার কমিশনের সচিব নারায়ণ চন্দ্র সরকার, সার্বক্ষণিক সদস্য মো. সেলিম রেজা, সদস্য ড. তানিয়া হক, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা প্রমুখ। 

জেলা প্রশাসন ও জাতীয় মানবাধিকার কমিশন আয়োজিত সভায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন কলেজের অধ্যক্ষ, সরকারি কর্মকর্তা ও মানবাধিকার জেলা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদীতে পুস্পস্তবক অপর্ণ, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করে বঙ্গবন্ধু এবং তাঁর পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করেন তিনি।

সূত্র: ডেইলিঅবজারভার

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow