‘বঙ্গবন্ধুর কারণেই আজও আমরা বাংলায় কথা বলি’ -মালেক শেখ
নিজস্ব প্রতিবেদক, নাটোর : বাংলাদেশ আওয়ামী লীগ নাটোর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. এম, মালেক শেখ বলেছেন, ‘১৯৪৮ সালে পাকিস্তানের জাতির পিতা কায়েদে আযম মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে এক সভায় ঘোষণা দেন “উর্দু, কেবল উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা”। এই ঘোষণার তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন তৎকালীন ছাত্রনেতা, পরবর্তীতে যাকে বাংলার মানুষ বঙ্গবন্ধু নামে আখ্যায়িত করে, সেই শেখ মুজিবুর রহমান। সেদিন বঙ্গবন্ধু জিন্নাহ্’র সেই ঘোষণা মেনে না নিয়ে পূর্ব পাকিস্তানের জন্য বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবীতে আন্দোলন শুরু করেন। সেই আন্দোলনের এক পর্যায়ে বঙ্গবন্ধুর আহ্বানে অনুপ্রাণিত হয়ে ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি সালাম, বরকত, রফিক, শফিক, জব্বার তাদের বুকের তাজা রক্ত দিয়ে রাষ্ট্রভাষা বাংলাকে প্রতিষ্ঠিত করেন। তাই আমি বলতে চাই, বঙ্গবন্ধুর কারণেই আজও আমরা বাংলায় কথা বলি, বাংলায় লিখি, বাংলায় আমরা আমাদের বাঙালিয়ানা লালন করি।” নাটোর সদর উপজেলার ৫নং বড় হরিশপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজিত এক শোক সভায় তিনি এসব কথা বলেন।
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও শোক দিবস ২০২৩ উপলক্ষে ৫ নং বড় হরিশপুর ইউনিয়ন আওয়ামী লীগ, অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে শংকরভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগ আব্দুর রহিম মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসলামুর রহমান আসলামের সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি, সাবেক প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, সহ সভাপতি, জেলা ও দায়রা জজ আদালতের পিপি সিরাজুল ইসলাম, সহ সভাপতি ও নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, যুগ্ম সাধারণ সম্পাদক চিত্ত রঞ্জন সাহা, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও নাটোর-নওগাঁ থেকে মনোনীত সংরক্ষিত নারী সাংসদ রত্না আহমেদ, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুহুল আমিন বিপ্লব, নারী নেত্রী শাহানা আফরোজ শিল্পীসহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
What's Your Reaction?