বগুড়ায় ভিজিএফ এবং ভিজিডি চাল বিতরণে অনিয়মের অভিযোগ
আনারুল ইসলাম লিটন, বগুড়া থেকে : বগুড়ার গাবতলী উপজেলার দূর্গাহাটা ইউনিয়নে ভিজিএফ এবং ভিজিডি চাল বিতরণ না করে ইউপি কার্যালয়ে গচ্ছিত রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিন সদস্য তদন্ত টিম গঠন করা হয়েছে।
জানা গেছে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দূর্গাহাটা ইউনিয়নে ২ হাজার ৬শ ১০জন গরীব মানুষকে জনপ্রতি ১০ কেজি করে খয়রাতির চাউল বিতরণের জন্য সরকারীভাবে বরাদ্দ দেওয়া হয়। চেয়ারম্যান শাহীদুল কবীর টনি ২৫জুন সরকারি গোডাউন থেকে চালগুলো উত্তোলন করে ২৭জুন কিছু চাল বিতরণ করেন। অবশিস্ট চালগুলো বিতরণ না করে ইউনিয়ন পরিষদের দুটি কক্ষে চাউল গুলো রেখেদেন। এতে প্রায় সাড়ে বারোশত মানুষ ঈদের আনন্দ থেকে বঞ্চিত হয়। এ সংবাদের ভিত্তিতে গত ২৯জুন ইউএনও মোঃ আফতাবুজ্জামান আল-ইমরান এর নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে ইউনিয়ন পরিষদের দুটি কক্ষে রাখা ৪শত ৭৩বস্তা চাল জব্দ করেন। এরমধ্যে ভিজিএফ এর চাল ২২৮বস্তা এবং ভিজিডির চাল রয়েছে ২৪৫বস্তা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আফতাবুজ্জামান আল-ইমরান বলেন, বিষয়টি খতিয়ে দেখতে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
What's Your Reaction?