পায়ে হেঁটে পরিভ্রমণরত চার রোভারের নাটোর অতিক্রম

Oct 2, 2024 - 01:37
Oct 2, 2024 - 01:52
 0  32
পায়ে হেঁটে পরিভ্রমণরত চার রোভারের নাটোর অতিক্রম

নিজস্ব প্রতিবেদক, নাটোর: প্রেসিডেন্ট রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনের লক্ষ্যে রাজশাহী সরকারি কলেজের চারজন রোভার স্কাউট রাজশাহীর গোদাগাড়ী থেকে বগুড়া পর্যন্ত পায়ে হেঁটে পরিভ্রমণকালে নাটোর অতিক্রম করেছেন। গতকাল মঙ্গলবার এই চারজন রোভার সদস্য নাটোরের জেলা প্রশাসক ও জেলা রোভার কর্মকর্তাগণসহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সাক্ষাত করেন। এর আগে গতকাল সন্ধ্যায় তারা নাটোরে উপস্থিত হয়ে সার্কিট হাউজে রাত্রিযাপন করেন।

পরিভ্রমণে অংশ নিয়েছেন রাজশাহী সরকারি কলেজের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী শুভাশিস মৌলিক (দলনেতা), ব্যবস্থাপনা বিভাগের মোহাম্মদ মেহেদী হাসান (সদস্য), ইতিহাস বিভাগের মোহাম্মদ তাইজুল হক (সদস্য) এবং সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ রুকন আলী। 

দলনেতা শুভাশিস মৌলিক জানান, ‍"প্রেসিডেন্ট রোভার স্কাউট অ্যাওয়ার্ড" অর্জনের লক্ষ্যে রাজশাহীর গোদাগাড়ী হতে শুরু করে রাজশাহী, পুঠিয়া, নাটোর, সিংড়া ও নন্দীগ্রাম হয়ে বগুড়া পর্যন্ত পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পরিভ্রমণ করছেন তারা। গত ২৯ সেপ্টেম্বর পরিভ্রমণ শুরু করে মোট পাঁচ দিনে আগামী ৩ অক্টোবর বগুড়ায় পৌঁছানোর পথে বিভিন্ন জেলার সাধারণ মানুষের প্রতি বৃক্ষরোপনে উৎসাহিত করা, পরিবেশ দূষণ রোধে সচেতনতা বৃদ্ধি, স্কাউটিং এর মাধ্যমে দেশগঠনে ভূমিকা রাখাসহ জাতীয় সম্পদের অপচয় রোধে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক