পদ্মার চরে বাদামের বাম্পার ফলনে খুশি কৃষাণ কৃষাণি

Jul 12, 2023 - 15:59
Jul 12, 2023 - 15:59
 0  164
পদ্মার চরে বাদামের বাম্পার ফলনে খুশি কৃষাণ কৃষাণি

শাহ আলম সেলিম, লালপুর(নাটোর) : নাটোরের লালপুরে পদ্মা নদীতে জেগে ওঠা চরাঞ্চলে বাদামের বাম্পার ফলন হয়েছে। ফলন ও বাদামের দাম বেশি পাওয়ায় কৃষকদের মুখে হাসি ফুটেছে। আর চরাঞ্চলে শুরু হয়েছে বাদাম উত্তোলনের মহোৎসব। এতে বাদাম তোলা ও শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষাণ ও কৃষাণিরা। উপজেলার ঈশ্বরদী, লালপুর সদর, বিলমাড়ীয়া ও দুড়দুড়িয়া ইউনিয়নের চরাঞ্চলে ৪৭০ হেক্টর জমিতে বাদামের চাষ করা হয়েছে এবং প্রতি হেক্টর জমিতে ২ মে: টন করে বাদাম উৎপাদন হয়েছে বলে উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে। 

সরজমিনে গিয়ে উপজেলার তিলকপুর, নিমতলী, চর জাজিরা, লালপুর, মোহরকয়া, বিলমাড়ীয়া, নওশারা চরে কৃষকেরা ব্যাপক আকারে বাদামে চাষ করেছেন। এছাড়া বাদামের দাম বেশি হওয়ায় এ অঞ্চলের কৃষকরা লাভবান হচ্ছেন। 

তিলোকপুর গ্রামের আকতার হোসেন জানান, আবহাওয়া অনুকূলে থাকায় বাদামের বাম্পার ফলন হয়েছে।

বিলশলীয়া গ্রামের সাইফুল ইসলাম জানান, প্রতি বিঘা জমিতে বাদামের বীজ সহ সর্বমোট ১৫ হাজার টাকা খরচ হয়েছে। তিনি আরো বলেন, বাদামে খুবই ভালো ফলন পেয়েছি। 

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড় বলেন, বাদাম রোপণের প্রথম দিকে প্রচন্ড খরা থাকায় বাদাম গাছের পাতা পুড়ে যাচ্ছিল। এসময় কৃষি সম্প্রসারণ অধিদফতরের পক্ষ থেকে কৃষকদের সেচ দেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছিল। পরে আবাওহা অনুকূলে থাকায় এবং নদীতে বন্যার পানি দেরিতে আসায় বাদামের বাম্পার ফলন হয়েছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow