নাটোরের ৪টি আসনে পূর্বের সাংসদরাই পেলেন মনোনয়ন

Nov 26, 2023 - 18:59
Nov 26, 2023 - 20:59
 0  111
নাটোরের ৪টি আসনে পূর্বের সাংসদরাই পেলেন মনোনয়ন

নিজস্ব প্রতিবেদক, নাটোর: ৭ জানুয়ারী ২০২৪ অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোরের ৪টি আসনে আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্যরা পুনরায় মনোনয়ন পেয়েছেন। মনোনয়ন যুদ্ধে অর্ধশত প্রত্যাশীকে পেছনে ফেলে তাঁরা দলীয় মনোনয়ন লাভ করেছেন। অবসান হয়েছে সকল জল্পনা কল্পনার। 

রোববার (২১ নভেম্বর ২০২৩) বিকেল ৪টার দিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

৫৮ নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে দ্বিতীয় বারের মতো মনোনয়ন পেয়েছেন বর্তমান সাংসদ নাটোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম বকুল; ৫৯ নাটোর-২ (নাটোর সদর-নলডাঙ্গা) আসনে ৩য় বারের মতো মনোনয়ন পেয়েছেন বর্তমান সাংসদ ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুল ইসলাম শিমুল; ৬০ নাটোর-৩ (সিংড়া) আসনে পর পর চতুর্থবারের মতো মনোনয়ন পেলেন বর্তমান সাংসদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. জুনাইদ আহমদে পলক এবং ৬১ নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে বর্তমান সাংসদ ও জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান পাটোয়ারী পুনরায় মনোনয়ন পেয়েছেন।

উল্লেখ্য, গত ১৫ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি ২০২৪ বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দিন নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। মনোনয়ন পত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর, মনোনয়ন পত্র যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন পত্র বাতিলের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহার ১৭ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক