নাটোরের লালপুরে আ’লীগ নেতাকে কুপিয়ে হত্যা

Sep 3, 2023 - 17:02
Sep 3, 2023 - 17:03
 0  9
নাটোরের লালপুরে আ’লীগ নেতাকে কুপিয়ে হত্যা

লালপুর প্রতিবেদক (নাটোর) : নাটোরের লালপুর উপজেলার কদিমচিলান ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কদিমচিলান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হত্যা মামলার ১ নং আসামী ওসমান গণিকে(৪৫) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হাত ও পায়ের রগ কেটে এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত হওয়া পর্যন্ত দাঁড়িয়ে থাকে হত্যাকারীরা। নিহত ওসমান গনি ডাঙ্গাপাড়া চিলান গ্রামের মৃত আখের আলীর ছেলে।

জানা গেছে, রবিবার (০৩ সেপ্টেম্বর২০২৩)  সকাল ৭ টার দিকে উপজেলা ডাঙ্গাপাড়া চিলান গ্রামের পুরাতন বাড়িতে জাহাঙ্গীরের চায়ের দোকানে বসে চা খাচ্ছিল ওসমান গনি। চা খেয়ে বের হলে প্রতিপক্ষ ডাঙ্গাপাড়া চিলান গ্রামের নুর বক্সের ছেলে সাবেক মেম্বার রেজাউল করিম (৪৫), আব্দুস সাত্তারের ছেলে সাইফুল (২৫), আফসারের ছেলে আতিক (২৬), জুয়েল(২৭), মোসলেমের ছেলে ইব্রাহিম(৩৫), নসু প্রাং ছেলে লতিফ(৫০), আজবাহার ছেলে  মিল্টন(২৫), জামাত আলীর ছেলে জুয়েল (৩০), মোজাফরের ছেলে  মঞ্জিল(৩২), রওশনের ছেলে বাবলু(৪২) ধারালো দেশী হাসুয়া দিয়ে ওসমান গণির পা এবং হাতের রগ কেটে দেয় এবং লাঠি দিয়ে এলোপাথাড়ি মারপিট করে রক্তাক্ত জখম করে। গুরুতর আহত অবস্থায় সেখানেই ছটফট করতে থাকে ওসমান গনি। হামলাকারীরা ধারালো অস্ত্র হাতে সেখানেই দাঁড়িয়ে থাকে। অতিরিক্ত রক্ত ক্ষরণ হয়ে ঘটনাস্থলে সকলের সামনেই মারা যাওয়ার পর হত্যাকরী দুর্বৃত্তরা সেখান থেকে চলে যায়।

উল্লেখ্য, ১০নং কদিমচিলান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মৃত আব্দুর রাজ্জাক হত্যা মামলার ১নং আসামি ছিলেন ওসমান গণি। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow