নাটোরে ১ম জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন
নিজস্ব প্রতিবেদক, নাটোর : "সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার" এই প্রতিপাদ্যকে সামনে রেখেত নাটোর জেলা প্রশাসন আয়োজিত ১ম জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৩ উদযাপিত হয়েছে। আজ মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় দিবসটি উদযাপন উপলক্ষে শহরের অনিমা চৌধুরী অডিটোরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-২ (নাটোর সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল এবং গেষ্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসন-৪৩ (নাটোর-নওগাঁ) এর সংসদ সদস্য রত্না আহমেদ।
জেলা কালচারাল অফিসার রাকিবিল বারীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার তারিকুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সাজেদুর রহমান খান, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি এবং নাটোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব অধ্যাপক সুবীধ কুমার মৈত্র অলক, পৌর কাউন্সিলরবৃন্দ, পৌর কর্মকর্তা কর্মচারীগণ, পৌরসভা পরিচালিত বনলতা বালিকা উচ্চ বিদ্যালয় ও বড়গাছা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সংগীত শিল্পী নয়ন হালদার, শিল্পী সৈয়দ মাসুম রেজা, শিল্পী ভাবনা ইসলাম, শিল্পী নিপা বসাক, শিল্পী অন্বেষা অপরাজিতা, শিল্পী সাবরিন আক্তার শান্তা প্রমুখ। এছাড়াও নৃত্যশিল্পীরা মনোরম নৃত্য পরিবেশন করে।
What's Your Reaction?