নাটোরে সাদপন্থী তবলীগ জামায়াতের স্মারকলিপি প্রদান
নিজস্ব প্রতিবেদক, নাটোর: নাটোরে সাদপন্থী তাবলীগ জামায়াতের পক্ষ থেকে জেলা প্রশাসক ও পুলিশ সুপার ও সেনা কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সেনা বাহিনীর দ্বায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে জেলা তাবলীগ জামায়াতের আমির মাওলানা শাহাদত হোসেনের নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে এ স্মারকলিপি প্রদান করা হয়। তবলীগ জামায়াত (সাদপন্থী) এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে অন্যান্য জেলার মতো নাটোরেও এই কর্মসূচি পালন করা হয়।
সুশৃংখল ও শান্তিপূর্ণভাবে উপস্থিত হয়ে স্মারকলিপি প্রদান শেষে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা নাসির উদ্দিন আহমেদ, মাওলানা আব্দুস সালাম, মাওলানা আশরাফ, মাওলানা লুৎফর রহমান পাপ্পু, মীর মাসুদ হোসেন, প্রফেসর আমজাদ হোসেন, হযরত আলী ফারুক, শামস তাবরিজ মিঠু প্রমুখ।
সংক্ষিপ্ত বক্তব্যে জেলা আমির বলেন, গত ৭ বছর যাবত সাদপন্থী তাবলীগ জামাতের বিশ্ব আমির মাওলানা সাদ কান্দলভীকে বাংলাদেশের টঙ্গীতে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমায় আসতে দেওয়া হয় না। আগামী ৭, ৮ ও ৯ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ ইজতেমার দিন নির্ধারিত হয়েছে। ওই অনুষ্ঠানে আমরা আমাদের ইজতেমার প্রধান মুরুব্বির আগমন ও অংশগ্রহণে কোনো বাধা ও বিশৃঙ্খলা যেন সৃষ্টি না হয় তা নিশ্চিত করার লক্ষ্যেই প্রশাসনের কাছে আমরা স্মারকলিপি প্রদান করলাম।
What's Your Reaction?