নাটোরে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, নাটোর: নাটোরের নলডাঙ্গায় শিক্ষার মান উন্নয়নে উপজেলা মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধানগণদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার নলডাঙ্গা উপজেলা অডিটরিয়ামে এই মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।
সভায় সংদস সদস্য শিমুল বলেন, "স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের পাশের হার বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনে দুই বার টেস্ট পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের প্রস্তুত করতে হবে। টেস্ট পরীক্ষায় ভালভাবে উত্তীর্ণ না হলে কোন তদবীর করে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না।" এছাড়াও তিনি নতুন কারিকুলাম অনুযায়ী শিক্ষকদের প্রয়োজনী ট্রেনিং এর জন্য নলডাঙ্গায় শিক্ষকদের জন্য একটি ট্রেনিং সেন্টার নির্মাণ করা হবে বলেও আশ্বাস দেন।
পরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১৯ জন শিক্ষার্থীর মধ্যে ১লাখ ১২ হাজার টাকা, সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল এর ব্যক্তিগত তহবিল থেকে বিশ হাজার টাকার চেক ও বাইসাইকেল বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক এর সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহ আনসারী, জেলা আওয়ামী লীগের সদস্য দীলিপ কুমার দাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর শুকুর আলীসহ জেলা ও স্থানীয় জনপ্রতিনিধিরা।
What's Your Reaction?