নাটোরে রান্নাঘরের আগুন ছড়িয়ে ৩০টি বাড়ি পুড়ে ছাই
নলডাঙ্গা (নাটোর) :
নাটোরের নলডাঙ্গা উপজেলার বাসিলা উত্তরপাড়ায় অগ্নিকান্ডে প্রায় ৩০টি বাড়ি পুড়ে গেছে। এসময় অগ্নিদগ্ধ হয়েছেন দুইজন। দুই ঘন্টার চেস্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৫টার দিকে বাসিলা উত্তরপাড়ার খলিলের বাড়ির রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে তা অন্য বাড়িগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের ভয়াবাহতা বেড়ে যাওয়ার কারনে আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয় স্থানীয়দের। পরে এক ঘন্টা পর স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে নাটোর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, আত্রাই এবং বাগামারা এই চারটি ইউনিট দুই ঘন্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এসময় পুড়ে যায় অন্তত ৩০টি বাড়ি। আর অগ্নিদগ্ধ হয় আয়েশা খাতুন নামে এক গৃহবধুসহ দু’জন। বর্তমানে খোলা আকাশের নিচে বসবাস করছে ক্ষতিগ্রস্থ পরিবাররা। খবর পেয়ে স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার রোজিনা আক্তার ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়িয়েছেন। সাধ্যমত ক্ষতিগ্রস্থদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি।
নাটোর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক একেএম মোরশেদ জানান, ৫টা ৪৫ মিনিটে নাটোর ফায়ার সার্ভিস খবর পাওয়ার পর সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসে। এসময় মোট চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। বর্তমানে মোট ৩০টি বাড়ি সম্পুর্নভাবে পুড়ে গেছে। প্রাথমিকভাবে রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারনা করা হচ্ছে।
What's Your Reaction?