নাটোরে যুবলীগ নেতা বাপ্পীর ওপর সন্ত্রাসী হামলা
নিজস্ব প্রতিবেদক, নাটোর: নাটোরে পৌর যুবলীগ নেতা নাজমুল শেখ বাপ্পীর ওপর নৃশংস হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। আজ সোমবার সন্ধ্যার দিকে শহরের কান্দিভিটা এলাকায় সাব রেজিস্ট্রারের কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। এসময় বাপ্পীকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হলে আশংকাজনক অবস্থায় তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত বাপ্পী নাটোর জেলা ট্রাক ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ফেডারেশনের যুগ্ম সম্পাদক ও পৌর যুবলীগের সদস্য।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নাছিম আহমেদ ও স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে নাজমুল শেখ বাপ্পী শহরের কান্দিভিটা এলাকায় সাব রেজিস্ট্রারের কার্যালয়ের সামনে একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন। এ সময় ৫/৬ জন সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে বাপ্পীর ওপর হামলা করে এবং এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তার উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এদিকে ঘটনার পর হামলাকারীদের গ্রেফতারের দাবীতে জেলা যুবলীগের একাংশের নেতা কর্মিরা শহরে বিক্ষোভ মিছিল করেছে।
জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাশিরুর রহমান খান চৌধুরী এহিয়া বলেন, বাপ্পী যুবলীগের রাজনীতির সাথে দীর্ঘদিন ধরেই যুক্ত রয়েছে। সে যেকোন কর্মসুচিতে গুরুত্বপুর্ন ভুমিকা রেখে আসছে। বর্তমানে নাটোরের রাজনীতিতে একটা গ্রুপিং চলছে। আর সেই গ্রুপিং এর শিকার হতে হচ্ছে বাপ্পীসহ যুবলীগের একাংশের নেতাকর্মীদের। কোথাও কিছু হলেই এখন তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে। কিছুদিন আগেও এই বাপ্পীকে মিথ্যা মামলায় কারাগারে পাঠিয়েছে তারা। পুলিশ প্রশাসন ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ দেখে হামলাকারীদের সনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করবেন এটাই তাদের দাবী।
What's Your Reaction?