নাটোরে মাদক বিরোধী চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, নাটোর: আগামী ২৬ জুন ২০২৪ অনুষ্ঠিতব্য ''মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস'' উদযাপন উপলক্ষে নাটোরে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৮ মে) বিকেলে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির হলরুমে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোর এর উপ-পরিচালক মোহাম্মদ লুৎফর রহমান, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার রাকিবিল বারী, চিত্রশিল্পী আবুল আসিফ মার্শাল ও চিত্রশিল্পী সৈয়দ মাসুম রেজা।
তরুণ ও যুব সমাজের মধ্যে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয় কর্তৃক আয়োজিত এই চিত্রাংকন প্রতিযোগিতায় নাটোরের বিশেষ চাহিদা সম্পন্ন শিশু শিক্ষার্থী এবং বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
What's Your Reaction?