নাটোরে বৈষম্যবিরোধী সরকারী শিক্ষকদের কর্মবিরতি ও মানববন্ধন অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, নাটোর: উপবৃত্তি প্রকল্প থেকে মানবিক বিবেচনায় রাজস্ব খাতে আসা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের কর্তৃক শিক্ষা ভবনে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে পূর্ণ দিবস কর্মবিরতি ও মানববন্ধন করেছে নাটোরের বৈষম্যবিরোধী শিক্ষকবৃন্দ। আজ বুধবার দুপুরে নাটোর প্রেসক্লাবের সামনে বৈষম্যবিরোধী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, রাজশাহী অঞ্চল আয়োজিত এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
গত ১৭ সেপ্টেম্বর ঢাকায় শিক্ষা ভবনের অভ্যন্তরে ন্যাক্কারজনক ঐ হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মোহাম্মদ আকরাম হোসেন, জাসমিন আহমেদ, আব্দুল করিম, শফিকুল ইসলাম, সহকারী শিক্ষক রাজু আহমেদসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। এসব কর্মসূচিতে নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয় এবং সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।
What's Your Reaction?