নাটোরে বিএনপি নেতা দেওয়ান শাহিনের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

Mar 14, 2024 - 14:34
Mar 14, 2024 - 17:35
 0  128
নাটোরে বিএনপি নেতা দেওয়ান শাহিনের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ
নাটোরে বিএনপি নেতা দেওয়ান শাহিনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল। ছবি- দৈনিক উত্তরপথ

নিজস্ব প্রতিবেদক, নাটোর: 
নাটোর জেলা ছাত্রদলের সাবেক ছাত্রনেতা ও জেলা বিএপির যুগ্ন আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিনের উপর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে বিক্ষো়ভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আজ বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে হাফরাস্তা গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ফয়সাল ইসলাম আবুল, ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম, সাধারন সম্পাদক মারুফ ইসলাম সৃজনসহ বিভিন্ন নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন আওয়ামী সন্ত্রাসী রা বিএনপির নেতাকর্মিদের হামলার মাধ্যমে তাদের বর্বরতার পরিচয় দিচ্ছে। সন্ত্রীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানান তারা।

উল্লেখ্য, গতকাল বুধবার নাটোর জেলা ও দায়রা জজ আদালতে হাজিরা শেষে জামিনে মুক্তি পাওয়ার পর সন্ত্রাসীদের হামলার শিকার হয় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিন। গুরুতর আহত অবস্থায় বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow