নাটোরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

Mar 17, 2023 - 18:40
 0  177
নাটোরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

নাটোরে জেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। আজ শুক্রবার সূর্যোদয়ের সাথে জেলার সকল সরকারী ও বেসরকারী ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং সকাল নয়টায় কালেক্টরেট ভবন চত্বরের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আহমেদ, ডিডি এলজি আশরাফুল ইসলাম, পুলিশ সুপার সাইফুর রহমান, পৌর মেয়র উমা চৌধুরী জলি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান প্রমুখ। 

এরপর সকাল দশটায় অনিমা চৌধুরী অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। জেলা প্রশাসক শামীম আহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার সাইফুর রহমান, এনএসআই এর উপ পরিচালক শাহিনুর সিদ্দিক, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, কৃষি সম্প্রসারণ বিভাগের উপ পরিচালক আব্দুল ওয়াদুদ, জেলা প্রাণিসম্পাদ কর্মকর্তা ডাঃ গোলাম মোস্তফা প্রমুখ। 

সাংস্কৃতিক অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ শিশু একাডেমির শিল্পীবৃন্দ সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে। এর আগে দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন বিষয়ভিত্তিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক শামীম আহমেদ।

এছাড়া এদিন সকল ধর্মীয় প্রতিষ্ঠানে প্রার্থনার আয়োজন করাসহ কারাগার, হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হয়েছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow