নাটোরে বঙ্গবন্ধু আন্তঃকলেজ ফুটবল টুর্ণামেন্ট শুরু

Jun 25, 2024 - 14:24
Jun 25, 2024 - 14:24
 0  28
নাটোরে বঙ্গবন্ধু আন্তঃকলেজ ফুটবল টুর্ণামেন্ট শুরু
নাটোর জেলা সংবাদদাতা:
নাটোরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্ণামেন্ট শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার স্থানীয় শংকর গোবিন্দ চৌধুরী ষ্টেডিয়ামে টুর্ণামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু নাছের ভূঁইয়া। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে নাটোর নবাব সিরাজ-উদ্-দৌলা সরকারি কলেজ এবং সিংড়া গোল-ই আফরোজ সরকারি কলেজ।

উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ক্রীড়া-বান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের কার্যকর বিভিন্ন পদক্ষেপ গ্রহণের ফলে দেশের ক্রীড়াঙ্গন এগিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক পরিমন্ডলে দেশের ক্রীড়াবিদ এবং ক্রীড়াদলগুলো সুনাম বয়ে আনছে। এই ধারা ভবিষ্যতের আরও বেগবান হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাছুদুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সাতটি উপজেলা নির্বাহী অফিসার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি সোহেল রেজাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও ফুটবল প্রেমিরা উপস্থিত ছিলেন। ফুটবল টুর্ণামেন্টে জেলার সাতটি উপজেলার মোট ১৬টি কলেজ অংশগ্রহণ করছে। আগামী ৩০ জুন টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক