নাটোরে প্রচণ্ড তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন
নিজস্ব প্রতিবেদক, নাটোর: নাটোরে টানা কয়েক দিনের তাপপ্রবাহে কর্মজীবী মানুষের জীবন যাপনে নেমে এসেছে চরম দুর্ভোগ। কৃষি কাজ ও ব্যবসা বাণিজ্যসহ স্বাভাবিক কাজকর্মে নেমে এসেছে স্থবিরতা। অতিরিক্ত দাবদাহে হাঁপিয়ে ওঠা সাধারণ মানুষ একটু স্বস্তির আশায় ডাবের পানি, তরমুজ, আখের রস কিংবা শরবত ও শীতল-কোমল পানীয় পান করছেন। কেউ বা আশ্রয় খুঁজছেন গাছের ছায়ায়। নিতান্ত প্রয়োজন ছাড়া কাউকে ঘরের বাইরে বের হতে দেখা যাচ্ছেনা। এই রিপোর্ট লেখার সময় নাটোরের তাপমাত্রা রেকর্ড করা হয় ৪১ ডিগ্রী সেলসিয়াস।
নাটোর শহরের বেশিরভাগ বাণিজ্যিক এলাকায় পর্যাপ্ত ক্রেতা না থাকায় ব্যবসা প্রতিষ্ঠানে বিক্রেতাদের অলস সময় কাটাতে দেখা গেছে। তরমুজ ও আখের রসের দোকান থাকলেও পর্যাপ্ত গ্রাহকের দেখা মিলছে না। রাস্তায় চলাচলের ক্ষেত্রে বাতাস থাকলেও প্রচণ্ড গরম বাতাসে মানুষের চোখ-মুখ, হাত-পায়ে জ্বালা পোড়া করতে দেখা গেছে। সদর হাসপাতালে গত কয়েকদিনে অতিরিক্ত গরমজনিত রোগে আক্রান্ত রোগীর চাপ বেড়েছে বলে হাসপাতালসূত্রে জানা গেছে।
এছাড়াও নাটোরের বাইপাস সড়কসহ শহরের প্রধান প্রধান সড়কে প্রচণ্ড তাপপ্রবাহে যানবাহন ও জনস্বল্পতা লক্ষ্য করা গেছে। গ্রামাঞ্চল থেকে বিশেষ প্রয়োজনে মানুষ নাটোর শহরে এলেও পৌরবাসী সন্ধ্যার আগে ঘর থেকে বের হচ্ছেন না।
এমন পরিস্থিতিতে সাবধানতা ও স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিভাগ। নাটোরের জেলা প্রশাসকসহ অন্যান্য সরকারি দপ্তরের পক্ষ থেকে সাধারণ মানুষের উদ্দেশ্যে স্বাস্থ্যবার্তা মেনে চলার অনুরোধ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে।
এদিকে তীব্র দাবদাহ থেকে শিক্ষার্থীদের রক্ষা করতে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক আজ থেকে আগামী ২৭ এপ্রিল পর্যন্ত জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রাখা হয়েছে।
What's Your Reaction?