নাটোরে পৌর স্বাস্থ্যসেবা ও টীকাদান কেন্দ্র উদ্বোধন

Sep 11, 2023 - 12:26
Sep 11, 2023 - 13:28
 0  188
নাটোরে পৌর স্বাস্থ্যসেবা ও টীকাদান কেন্দ্র উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, নাটোর : নাটোর পৌরসভার নাগরিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে উন্মোচন হলো আরও একটি সেবামূলক দ্বার। আজ সোমবার (১১ সেপ্টেম্বর) সকালে পৌরসভার আলাইপুরে প্রাথমিক স্বাস্থ্যসেবা ও স্থায়ী টীকাদান কেন্দ্র যাত্রা শুরু করেছে। এ উপলক্ষে এক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা।

নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জানান, ইউএসএআইডি’র লোকাল হেল্থ সিসটেম সাস্টেইনেবিলিটি প্রকল্পের{USAID Local Health System Sustainability (LHSS) Project.} আওতায় আরেকটি সেবার দ্বার উন্মোচন করা হলো। এই পৌর প্রাথমিক স্বাস্থ্যসেবা ও স্থায়ী টিকাদান কেন্দ্র সপ্তাহে ৫দিন অর্থাৎ রবিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল ৯ টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিনামূল্যে কার্যক্রম চালু রাখবে।

নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলির সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা: মশিউর রহমান। অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক সুবীধ কুমার মৈত্র অলোক, ডা: মাহাবুবুর রহমান, ৬নং ওয়ার্ড এর পৌর কাউন্সিলর আরিফুর রহমান মাসুম, সিনিয়র সাংবাদিক রনেন রায় ও পরিতোষ অধিকারী।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক