নাটোরে ধারাবাহিক উঠান বৈঠক শুরু করলেন এড. মালেক শেখ

Oct 12, 2023 - 21:00
Oct 13, 2023 - 00:44
 0  27
নাটোরে ধারাবাহিক উঠান বৈঠক শুরু করলেন এড. মালেক শেখ
নাটোর সদর উপজেলার ছাতনী ইউনিয়নে উঠান বৈঠকে বক্তব্য রাখছেন এড. এম. মালেক শেখ। ছবি: দৈনিক উত্তরপথ।

নিজস্ব প্রতিবেদক, নাটোর : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করার লক্ষ্য নিয়ে বর্তমান আওয়ামী লীগ সরকারের অব্যাহত উন্নয়নের কথা ঘরে ঘরে পৌঁছে দিতে উঠান বৈঠক শুরু করেছেন মনোনয়ন প্রত্যাশী জননেতা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. এম. মালেক শেখ। আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় নাটোর সদর উপজেলার ছাতনী ইউনিয়নের হাটখোলা বাজারে অবস্থিত পৈত্রিক ভিটা বাড়ির উঠানে আয়োজিত উঠান বৈঠকের মাধ্যমে ধারাবাহিক এই কার্যক্রম এর শুভ সূচান করেন মালেক শেখ।

উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন এড. এম. মালেক শেখ। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ বিনির্মাণে ১৯৮১ সালের ১৭ মে থেকে অদ্যাবধি বাংলাদেশ আওয়ামী লীগের দয়িত্ব নিয়ে বিরামহীন শ্রম দিয়ে দেশটাকে সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানের কথা তুলে ধরে এড. মালেক শেখ বলেন, ‘‘জাতির পিতাকে সপরিবার হত্যার ছয় বছর পরে ১৯৮১ সালের মে মাসে দেশে এসে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের হাল ধরে দেশের নেতৃত্ব দিয়ে দেশকে আবার উন্নতির শিখরে নিয়ে যাবেন তা বঙ্গবন্ধুর হত্যাকারী ও ষড়যন্ত্রকারীরা কল্পনাও করতে পারেনি। দেশ বিরোধী জামাত-বিএনপি ও তাদের দোসরেরা ১৯ বার জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার চেষ্টা করলেও মহান আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানী ও কৃপায় আজও সুস্থ সবল ভাবে দল ও দেশ পরিচালনায় নিজেকে ব্যস্ত রেখেছেন। তিনি আরও বলেন, ‘‘১৯৯৪ সালে জননেত্রী শেখ হাসিনা নাটোরে ট্রেন সফরে আসার সময় বিএনপির রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও তার পেটোয়া বাহিনী আমার নেত্রীর ট্রেনে নৃশংস হামলা করেছিল। তৎকালীন জেলা আওয়ামী লীগের সভাপতি কাকাবাবু শংকর গোবিন্দ চৌধুরী এবং তৎকালীন জেলা যুগলীগের সভাপতি হানিফ আলী শেখ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে সেই দুলুর সন্ত্রাসীদের হামলা প্রতিহত করে নাটোর রেলওয়ে স্টেশনে নেত্রীর সভা সম্পন্ন করেছিলেন।’’ 

মালেক শেখ বলেন, ‘‘আমাদের প্রাণ প্রিয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা তার ওপর অসংখ্যবার হামলা হুমকি, বাধা-বিপত্তি, শত বাধা উপেক্ষা করে আজকের এই উন্নয়নের সোনার বাংলা বিনির্মাণের কীংবদন্তীতে পরিণত হয়েছেন।’’ তাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতীক নৌকাকে বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনাকে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী করে দেশের চলমান দুর্বার উন্নয়নের ধারাকে আরও এগিয়ে নিতে উপিস্থিত জনসাধারণের প্রতি আহ্বান জানান এড. মালেক শেখ।

"উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দেশরত্ন শেখ হাসিনার প্রতি আস্থা রাখুন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিন"- এই ব্রতকে সামনে রেখে নাটোর-২ (নাটোর সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য পদে মনোনয়ন প্রত্যাশী এডভোকেট এম মালেক শেখ আয়োজিত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ছাতনী ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাতেম আলী শেখ।

বঙ্গবন্ধু পরিষদ নাটোর সদর উপজেলা শাখার সভাপতি ও দৈনিক প্রান্তজন প্রত্রিকার সম্পাদক সাজেদুর রহমান সেলিমের সঞ্চালনায় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের বর্ণনা তুলে ধরে উঠান বৈঠকে অন্যান্যের মধ্যে আরও  বক্তব্য রাখেন, নলডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও বিপ্র বেলঘড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ জালাল উদ্দিন, ছাতনি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল মোল্লা, ছাতনী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কাশেম, ছাতনি ইউনিয়ন পরিষদের সদস্য নুর ইসলাম বাবু, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবলু, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু তাহের, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হানিফ, ছাতনি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আব্দুর রাজ্জাক, ছাতনি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন হোসেন প্রমুখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক