নাটোরে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

Sep 17, 2023 - 18:18
Sep 17, 2023 - 20:37
 0  172
নাটোরে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

বাগাতিপাড়া (নাটোর) প্রতিবেদক : নাটোরের বাগাতিপাড়ায় মো. বেনজামিন নামের এক ব্যক্তিকে ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ড ও ত্রিশ হাজার টাকা জরিমানা করেছে আদালত। রবিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন। কারাদণ্ডপ্রাপ্ত মো. বেনজামিন উপজেলার বিহারকোল এলাকার আয়েজ উদ্দিনের ছেলে।

মামলার সূত্রে জানা যায়, ২০১৩ সালের ৭ আগস্ট নাটোরের বাগাতিপাড়া উপজেলার বারইপাড়া এলাকায় ভিকটিম দুপুরে গোসল শেষে ভেজা কাপড় শুকানোর জন্য পাশের বাড়িতে যায়। এ সময় সেখানে ওতপেতে থাকা বিহারকোল এলাকার বেনজামিন তার মুখ চেপে ধরে ওই বাড়ির রান্নাঘরে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ অবস্থায় ভিকটিমের চিৎকারে লোকজন ছুটে এলে ধর্ষক বেনজামিন সেখান থেকে পালিয়ে যায়। পরে ওই দিনই ভিকটিম নিজে বাদী হয়ে বাগাতিপাড়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

দীর্ঘ ১০ বছর মামলার স্বাক্ষ্য প্রমাণ শেষে আসামীর উপস্থিতিতে আদালত এই রায় ঘোষণা করেন। রায়ে আরও উল্লেখ করা হয় যে জরিমানার অর্থ ভিকটিমকে দেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow