নাটোরে ডিবি পুলিশের চৌকস দলের অভিযানে ৩০০ পিস ইয়াবা ও জাল টাকাসহ আটক ২
নাটোর জেলা গোয়েন্দা শাখা( ডিবি) এর একটি চাক্ষুস টিমের নেতৃত্বে লালপুরে ৩০০ পিস ইয়াবা সহ কথিত ১৩ হাজার টাকার জাল টাকা উদ্ধার ।
মামলার এজাহার সূত্রে জানা যায় ,গতকাল ২৯/০৩/২০২৩ তারিখে বিকাল পাঁচটার দিকে নাটোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ,এর এস আই আশীষ কুমার সান্যাল এর নেতৃত্বে লালপুর থানাধীন দায়ের পাড়া বাজারেএকটি মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে এসআই আশীষ কুমার জানতে পারেন ,নাটোর জেলার লালপুর থানাধীন দায়ের পাড়া বাজারের মো: হাঁচিনূর আলীর বাড়িতে মাাদক বিক্রির উদ্দেশ্যে দুজন মাদক বিক্রেতা অবস্থান করছে। তাৎক্ষণিক এস আই আশীষ কুমার সান্যাল তার বিশেষ দক্ষতায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৩০০ পিছ ইয়াবা ও ১৩ হাজার টাকার কথিত জাল টাকা সহকারে দুজনকে গ্রেফতার করেন । গ্রেপ্তারকৃতরা হলেন ১. মোঃহাচিনুর আলী(৪১), পিতা: মৃত: মুনতাজ মোল্লা, গ্রাম পাঁচবাড়িয়া থানা :বড়াইগ্রাম ও ২. সাজেদুল ইসলাম(১৮) পিতা মোঃ গোলাম রসুল সাং, নটাবাড়িয়া, কালিরঘুন, থানা : বড়াইগ্রাম ।
গ্রেফতারকৃত আসামি দয় সাক্ষী গণের উপস্থিতিতে উক্ত মাদকদ্রব্য সমূহ বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিলো বলে স্বীকার করেন।
উক্ত ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ এর ১ সারনীর ১০ (ক)/৪১ ও জাল টাকা জানা সত্বেও নিজ হেফাজতে রাখিয়া খাঁটি টাকা হিসেবে চালানোর উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখিয়া পেনালকোট আইনের ৪৮৯ এর গ ধারায় অপরাধ করিয়াছে হিসেবে লালপুর থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আসামিদয় কে কোর্টে প্রেরণ করা হয়।
What's Your Reaction?