নাটোরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪ তম জন্মবার্ষিকী উদযাপন

May 25, 2023 - 19:28
May 25, 2023 - 20:29
 0  236
নাটোরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪ তম জন্মবার্ষিকী উদযাপন
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে সঙ্গীত পরিবেশন করছেন নাটোর জেলা শিল্পকলা একাডেমির সঙ্গীত দল। ছবি- মাসুম রেজা/ দৈনিক উত্তরপথ

সাংস্কৃতিক প্রতিবেদক, নাটোর : নাটোরে আলোচনা ও সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪ তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটায় শহরের ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরীর শফিউদ্দিন সরদার অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। নাটোর জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাটোরের জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা।

জেলা কালচারাল অফিসার রাকিবিল বারীর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরীর সহ: সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ও কবি এড. আব্দুল ওহাব। 

"অগ্নিবীণার শতবর্ষ : বঙ্গবন্ধুর চেতনায় শাণিতস্বরূপ" বিষয়ের উপর বিশ্লেষণধর্মী বক্তব্য রাখেন নাটোর এন এস সরকারী কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সেলিম রেজা। আলোচনায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যগ্রন্থের বিদ্রোহী কবিতাসহ বেশ কিছু কবিতার বিশ্লেষণ ব্যাখ্যা করেন সেলিম রেজা। তিনি বলেন নজরুল এবং বঙ্গবন্ধু দুই সময়ের দুই জন মানুষ হলেও চিন্তায়, চেতনায়, মানুষের কল্যাণে, সাম্যবাদীতাসহ নানান বিষয়ে তারা ছিলেন একই ধরনের দার্শনিক। সেলিম রেজা আরও বলেন নজরুল ছিলেন পোয়েট অব লিটারেচার আর বঙ্গবন্ধু ছিলেন পোয়েট অব পলিটিক্স।

এছাড়াও আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাটোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, অতিরিক্ত পুলিশ সুপার (নাটোর সদর সার্কেল) মাহমুদা শারমিন নেলী প্রমুখ।

আলোচনা শেষে কাজী নজরুল ইসলামের লেখা ও সুর করা প্রথম ইসলামী গান ''ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ'' পরিবেশন করেন জেলা শিল্পকলা একাডেমির সঙ্গীত দলের সদস্য ভাবনা ইসলাম, নিপা বসাক, অন্বেষা দেবনাথ, জাহিন, অন্বেষা অপরাজিতা, সূচনা হালদার, জয়শ্রী মানী, লিপি সরকার, ভাস্বর বাগচী ও দেবব্রত। সঙ্গীতে তবলায় সঙ্গত করেন মৃন্ময় প্রামানিক মিঠু। সঙ্গী পরিচালনায় ছিলেন শিল্পকলা একাডেমি সঙ্গীত দলের সঙ্গী পরিচালক সৈয়দ মাসুম রেজা।

এর পর একে একে নজরুল সঙ্গীত পরিবেশন করেন শিল্পী সাদিকুল ইসলাম সাদী, শিল্পী নার্গিস আক্তার বানু, শিল্পী শাইখ নুফা, মাসুমা সুলতানা রূপা এবং নাটোর জেলা শিশু একাডেমির শিশুশিল্পীরা। অনুষ্ঠান শেষে শিশু একাডেমির বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাছুদুর রহমান, অধ্যাপক সুবীধ কুমার মৈত্র (অলক), অধ্যাপক আব্দুর রাজ্জাকসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠক ও শিল্পীবৃন্দ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক