নাটোরে ছাত্রলীগের বিশাল শোক সমাবেশ ও ছাত্র-গণজমায়েত
নিজস্ব প্রতিবেদক, নাটোর : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এবং ২০০৪ সালের ২১শে আগস্ট গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড ও দন্ডপ্রাপ্ত আসামী তারেক জিয়াকে দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকর করার দাবিতে এক শোক সমাবেশ ও ছাত্র-গণজমায়েতের আয়োজন করে নাটোর জেলা ছাত্রলীগ। শনিবার (২৬ আগস্ট) বিকেল চারটায় শহরের কানাইখালি পুরাতন বাসস্ট্যাণ্ড এলাকায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
শোক সমাবেশ ও ছাত্র-গণজমায়েতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান।
জেলা ছাত্রলীগের সভাপতি ফরহাদ বিন আজিজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শাহিনের সঞ্চালনায় উক্ত শোক সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস, সহ:সভাপতি এড. সিরাজুল ইসলাম, সহ:সভাপতি আহাদ আলী সরকার, সহ:সভাপতি উমা চৌধুরী জলি, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রত্না আহমেদ প্রমুখ। এসময় মঞ্চে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড. এম. মালেক শেখ সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
What's Your Reaction?